ঢাকা , রবিবার, ১২ অক্টোবর ২০২৫ , ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তর-পশ্চিম গাজায় ধ্বংসযজ্ঞ পরিদর্শনে সিটি মেয়র যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থায় ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই বেলজিয়ান F-16 ইউক্রেনে পাঠাচ্ছে, আকাশ প্রতিরক্ষা শক্তিশালী হবে দেইর ইজ-জোরের তেলক্ষেত্র সিরিয়ার হাতে ফিরছে, SDF স্থানীয় বাজারে অংশ রাখবে ভেনিজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের সর্ববৃহৎ সামরিক উপস্থিতি মাউন্টেন হোমে কাতারের ১০ বছরের বিমান ঘাঁটি স্থাপন তুরস্ক–সিরিয়া নিরাপত্তা বৈঠক আঙ্কারায় আড়ালে ইসরায়েলের সঙ্গে মিলিত আরব দেশগুলো, গোপনে হামাস-বিরোধী মহড়া মিশরে দুর্ঘটনায় কাতারের চার কূটনীতিক নিহত হুথিরা লোহিত সাগরে হামলা স্থগিত করেছে—গাজার যুদ্ধবিরতির প্রতি সংহতি মিশরে সড়ক দুর্ঘটনায় কাতারি কর্মকর্তাদের মৃত্যু, কূটনীতিক নন ট্রাম্পের ১০০% চীনা শুল্কের ঘোষণা, বৈশ্বিক ক্রিপ্টো ও স্টক মার্কেটে ধস উত্তর কোরিয়ার সর্বাধুনিক Hwasong-20 পারমাণবিক ICBM উন্মোচন আলজেরিয়ার ইতিহাসে সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট: ২৫ বিলিয়ন ডলার গাজা যুদ্ধবিরতি: তুরস্ক বলছে—উসকানি নয়, প্রক্রিয়া চালিয়ে যেতে হবে মাদুরোর তেল-সোনা প্রস্তাব ফিরিয়ে দিল ট্রাম্প, জাতিসংঘে জরুরি বৈঠকের আহ্বান ফ্রান্সে পদত্যাগের চারদিনের মধ্যে আবারও লেকোর্নু প্রধানমন্ত্রীর পদে টেনেসিতে বিস্ফোরক কারখানায় বিধ্বংসী বিস্ফোরণ, ১৯ নিখোঁজ ট্রাম্পের ঘোষণা: চীনের সব পণ্যের ওপর অতিরিক্ত ১০০% শুল্ক ভেনেজুয়েলা জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে নিয়ে জরুরি বৈঠক চায়

টনি ব্লেয়ারকে গাজার প্রশাসক মানবেন না ফিলিস্তিনিরা, যুদ্ধবিরতি পরিকল্পনায় ট্রাম্পকে ধন্যবাদ

  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ১১:৫৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ১১:৫৩:৪০ অপরাহ্ন
টনি ব্লেয়ারকে গাজার প্রশাসক মানবেন না ফিলিস্তিনিরা, যুদ্ধবিরতি পরিকল্পনায় ট্রাম্পকে ধন্যবাদ ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধে যুদ্ধবিরতি নিশ্চিতকরণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা স্বীকার করেছেন হামাস নেতা ড. বাসেম নাইম, তবে তিনি সতর্ক করে বলেছেন যে, গাজার ভবিষ্যত প্রশাসক হিসেবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে ফিলিস্তিনিরা মেনে নেবে না। তিনি জানান, গাজা পরবর্তী শাসনে খোলা মঞ্চে ফিলিস্তিনি নেতৃত্ব থাকবে এবং তারা নিরস্ত্র থাকবে না।
 

গত মাসের গোড়ার দিকে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে আমেরিকা ও আরব-মুসলিম দেশগুলোর সঙ্গে আলোচনার পর ট্রাম্পের নেতৃত্বে ২০ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করা হয় যা গাজা যুদ্ধে স্থায়ী চুক্তির পথ প্রশস্ত করার লক্ষ্য রাখে। এই পরিকল্পনায় টনি ব্লেয়ারের নেতৃত্বে ‘শান্তি পরিষদ’ গঠনের কথা বলা হয়েছে, যা গাজার শাসন পরিচালনার জন্য একটি ফিলিস্তিনি কারিগরি কমিটির তত্ত্বাবধান করবে। তবে টনি ব্লেয়ারের বিষয়টি ফিলিস্তিনি ও হামাস নেতাদের মধ্যে ব্যাপক বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে।
 

গত ৬ অক্টোবর যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় শারম আল-শেখে গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরাইলের প্রতিনিধিদের পরোক্ষ আলোচনা শুরু হয়। তিন দিন পর ৮ অক্টোবর দুই পক্ষ যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রথম ধাপ মেনে নিয়েছে। ১০ অক্টোবরই আনুষ্ঠানিকভাবে ইসরাইলি সরকার হামাসের সাথে যুদ্ধবিরতি অনুমোদন করে এবং গাজার ভিতর থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে।
 

সাক্ষাৎকারে ড. নাইম নিশ্চিত করেন যে, যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত হস্তক্ষেপ বড় ভূমিকা পালন করেছে, তবে ইসরাইলের উপর চাপ অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, হামাস গাজার শাসন ফিলিস্তিন কর্তৃপক্ষকে দিতে প্রস্তুত, তবে তারা মাঠে সক্রিয় অংশগ্রহণ করবে এবং অস্ত্রশস্ত্র ত্যাগ করবে না।
 

টনি ব্লেয়ারের ভূমিকা নিয়ে ড. নাইম বলেন, তার আফগানিস্তান এবং ইরাক যুদ্ধের ইতিহাস ফিলিস্তিনি, আরব ও মুসলিম সমাজের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করেছে। তারা মনে করে টনি ব্লেয়ার ওই যুদ্ধগুলোতে লক্ষ লক্ষ নিরীহ মানুষের মৃত্যুতে দায়ী, যা তাঁকে গাজার প্রশাসক হিসেবে গ্রহণের সম্ভাবনাকে ক্ষুণ্ণ করে।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনদুর্ভোগের কথা ভেবে ময়মনসিংহে বাস ধর্মঘট প্রত্যাহার

জনদুর্ভোগের কথা ভেবে ময়মনসিংহে বাস ধর্মঘট প্রত্যাহার