ঢাকা , বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ , ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর মামলায় রায় ঘোষণার তারিখ ২১ আগস্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা বিষয়ে রায় ২ সেপ্টেম্বর চালের মান উন্নত, ১৫ টাকায় মিলবে খাদ্যবান্ধব কর্মসূচির চাল: উপদেষ্টা আলী ইমাম তফসিলের আগেই উপদেষ্টা পদ ছাড়ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ সেপ্টেম্বর মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশের সব কারাগারে নৈতিকতা শিক্ষা কার্যক্রম: ধর্ম উপদেষ্টার বিশেষ পরিকল্পনা ত্রয়োদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ৩৩১ স্থানীয় সংস্থার নিবন্ধন আবেদন সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা-সমাবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে উদ্যোগী অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাত দফা নির্দেশনা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ক্রয় করছে, বাংলাদেশ শিপিং করপোরেশন আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশে পাম অয়েলের লিটারপ্রতি দাম ১৯ টাকা হ্রাস আইইউবি ও মানারাতের দুই শিক্ষকের বিরুদ্ধে এলজিবিটি কর্মীর বীভৎস হত্যার হুমকি, তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের আইইউবি ও মানারাতের দুই শিক্ষকের প্রতি ডেথ থ্রেট, ফেসবুকে উস্কানিমূলক হুমকিতে চাঞ্চল্য সৃষ্টি ইউরোপে যুদ্ধের প্রস্তুতি তীব্র হচ্ছে, অস্ত্র কারখানার সম্প্রসারণ ত্রিগুণ গতি পাচ্ছে ডেনমার্কের হারকিউলিস বিমান গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেবে মাইক্রোসফট লেন্স বন্ধ হচ্ছে: জনপ্রিয় ডকুমেন্ট স্ক্যানিং অ্যাপের সমাপ্তি, বিকল্প হিসেবে ৩৬৫ কোপাইলটের পরামর্শ মাইক্রোসফটের নতুন এআই প্রযুক্তি ম্যালওয়্যার শনাক্তে স্বয়ংক্রিয় বিশ্লেষণ সুবিধা নিয়ে বাংলাদেশ–মালয়েশিয়া সহযোগিতা জোরদারে ৫ এমওইউ ও ৩ নোট বিনিময়

নিহত জেনারেলদের জানাজায় তেহরানে জনসমুদ্র

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০১:২৯:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০১:৩০:০৭ পূর্বাহ্ন
নিহত জেনারেলদের জানাজায় তেহরানে জনসমুদ্র
ইরানের রাজধানী তেহরানে ইসরাইলি হামলায় নিহত ইরানি কমান্ডার এবং বিজ্ঞানীদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) জানাজায় অংশ নিতে দেশটির রাজধানীতে উপস্থিত হয়েছেন লাখ লাখ মানুষ।
 
জানাজায় অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
 
শনিবার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় ইরানের রাজধানী তেহরানের শহরের কেন্দ্রস্থল ইনকেলাব চত্বরে এই বিশাল জানাজা শুরু হয়, যা ১১ কিলোমিটার দূরে অবস্থিত আজাদি স্কয়ার পর্যন্ত বিস্তৃত ছিল। এই জানাজায় পরমাণু বিজ্ঞানী, সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিকসহ ৬০ জনের কফিন স্থান পায়। কফিনগুলো ইরানের জাতীয় পতাকায় মোড়ানো ছিল এবং অনেকের ছবি ও সামরিক পোশাক সংবলিত ব্যানারও প্রদর্শিত হয়।
 
জানাজার আগে শোক র‌্যালীতে অংশ নেন কয়েক লাখ ইরানি। এসময় তারা ‘ইসরাইল ধ্বংস হোক’, ‘আমেরিকা ধ্বংস হোক’— স্লোগান দেন এবং নানা প্রতিবাদী প্ল্যাকার্ড বহন করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানাজায় অংশ নিয়ে ‘শহীদদের প্রতি ইরানি জাতির অকৃত্রিম শ্রদ্ধা ও অশ্রুসিক্ত ভালোবাসা’ তুলে ধরেন।
 
পরে এক এক্স (টুইটার) বার্তায় তিনি লিখেন, ‘আজ ইরানের দেশপ্রেমী জনতা তাদের সবচেয়ে নিষ্ঠাবান ও দেশপ্রেমিক সন্তানদের—কমান্ডার, বুদ্ধিজীবী, ক্রীড়াবিদ, নারী ও শিশুদের—কাঁধে তুলে নিয়েছে। আজ ইরানের সাহসী জনগণ, তাদের এক একটি পবিত্র দেহকে বীরের মতো শ্রদ্ধার সাথে মাতৃভূমির মাটিতে সমাহিত করছে।’
 
তেহরান ইসলামিক ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন কাউন্সিল-এর প্রধান মোহসেন মাহমুদি এই দিনটিকে ‘ইসলামি ইরান ও বিপ্লবের ইতিহাসে এক গৌরবময় দিন’ বলে আখ্যা দিয়েছেন। এ সময় ইরান-ইসরাইল সংঘাত নিয়ে কথা বলেছেন ইরানের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের সভাপতি আজিজি।
 
তিনি বলেন, ১২ দিনের এই সংঘাত আবারও প্রমাণ করেছে যে, ইরানের জাতীয় ঐক্য কতাটা শক্তিশালী। এটি একটি পরম সত্য যে, আমরা কখনও আত্মসমর্পণ করিনি, বরং সর্বদা শত্রুকে আমাদের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করেছি। তিনি আরও বলেন, সহিংসতা এবং হতাহতের ঘটনা সত্ত্বেও, ফলাফল থেকে প্রমাণিত হয়েছে যে ইরানের প্রতিপক্ষরা ইরানের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়েছে। শত্রুরা ইরানি জনগণের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে থাকবে। 
 
সূত্র: রয়টার্স।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর মামলায় রায় ঘোষণার তারিখ ২১ আগস্ট

আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর মামলায় রায় ঘোষণার তারিখ ২১ আগস্ট