প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, এই ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে চীনের ওয়ারহেড সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে। যদিও বেইজিং দীর্ঘদিন ধরে ‘প্রথমে ব্যবহার নয়’ নীতি অনুসরণের কথা ঘোষণা করে আসছে, তবুও বিশেষজ্ঞরা মনে করছেন, তাইওয়ানকে ঘিরে বড় ধরনের সামরিক সংঘাত হলে সেই অবস্থান পরিবর্তনের ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না।
বর্তমানে চীনের হাতে ভূমিভিত্তিক, আকাশভিত্তিক এবং সমুদ্রভিত্তিক উৎক্ষেপণ ব্যবস্থা রয়েছে। মার্কিন রিপোর্ট অনুযায়ী, এ ব্যবস্থার আওতায় থাকা অন্তত ৪৬২টি মিসাইল সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।
সূত্র: রয়টার্স