ঢাকা , মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইআরজিসির মুখপাত্রের পারমাণবিক প্রতীক বহন ​গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে আরব নেতাদের বৈঠক ফিলিস্তিনের স্বীকৃতিতে জাপানের পিছু হটা: মার্কিন চাপে নত স্বীকারের অভিযোগ সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর ফিলিস্তিনের স্বীকৃতি প্রত্যাখ্যান করল ইসরায়েল, বসতি দ্বিগুণ করার ঘোষণা নেতানিয়াহুর ফিলিস্তিনের স্বীকৃতিকে ‘কূটনৈতিক বিপর্যয়’ বলছেন ইসরায়েলি বিরোধী দলীয় নেতা সিডনিতে শায়খ আহমাদুল্লাহ: মানবসভ্যতা টিকিয়ে রাখতে পরিবার ব্যবস্থার বিকল্প নেই ইরানে ফুসফুস ক্যান্সারের স্মার্ট ভ্যাকসিন তৈরি, যুগান্তকারী আবিষ্কারের দাবি বাগরাম বিমান ঘাঁটি নিয়ে ট্রাম্পের দাবি, রাশিয়ার পাল্টা প্রতিক্রিয়া ও তালেবানের কঠোর জবাব ট্রাম্পের H-1B ভিসা ফি নিয়ে হোয়াইট হাউসের নতুন ব্যাখ্যা: ১ লাখ ডলার বার্ষিক নয়, এককালীন যুক্তরাষ্ট্রের খাদ্য নিরাপত্তা জরিপ বন্ধ ঘোষণা: ট্রম্প প্রশাসনের বিতর্কিত সিদ্ধান্ত রুশ তেল আমদানিতে ইইউ’র চাপে হাঙ্গেরি ও স্লোভাকিয়া বাল্টিক অঞ্চলে কমছে মার্কিন সহায়তা, বাড়ছে উত্তেজনা ইউক্রেনে ভাড়াটে যোদ্ধাদের আটকে রাখার অভিযোগ: চাঞ্চল্যকর দাবি মানবাধিকার কর্মীর নরওয়ের ৮৫ বিলিয়ন ক্রোনার সহায়তা নিয়ে সমালোচনা ইউরোপের পদক্ষেপের প্রতিবাদে আইএইএ-এর সঙ্গে সহযোগিতা স্থগিত করল ইরান সিনাইয়ে মিসরের সামরিক উপস্থিতি বৃদ্ধি: শান্তি চুক্তি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের ট্রাম্পের ১৫ বিলিয়ন ডলারের মামলা খারিজ করল আদালত: নিউইয়র্ক টাইমসের জয় ​৬ বিলিয়ন ডলারের সামরিক প্যাকেজ: ইসরায়েলকে নতুন অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র ইতালিতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ: রাভেনা বন্দরে অস্ত্রবাহী ট্রাক আটকালেন শ্রমিকরা

ভোলায় পানিবন্দি কয়েক হাজার মানুষ, ভেঙে গেছে জলকপাট

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ১০:০৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ১০:০৯:১৩ অপরাহ্ন
ভোলায় পানিবন্দি কয়েক হাজার মানুষ, ভেঙে গেছে জলকপাট
নিম্নচাপের প্রভাবে দ্বীপ জেলা ভোলায় ডুবে গেছে বেশ কয়েকটি গ্রাম। নির্মানাধীন একটি জলকপাট ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন জেলার কয়েক হাজার মানুষ। তীব্র স্রোতে ভেসে গেছে গরু-ছাগলসহ গৃহপালিত পশু। তবে এখন পর্যন্ত জেলায় কোনো প্রাণহানির সংবাদ পাওয়া যায়নি।
 
বৃহস্পতিবার (২৯ মে) রাত ৮টার দিকে ভোলা জেলা প্রশাসক (ডিসি) মো. আজাদ জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
কয়েকটি সূত্রে জানা গেছে, সকাল থেকে জেলাজুড়ে গুঁড়িগুঁড়ি বৃষ্টি এবং দমকা হাওয়া বইলেও দুপুরের পর থেকে উত্তাল হয়ে ওঠে মেঘনা ও তেঁতুলিয়া নদী। ভারি বৃষ্টিপাতের সঙ্গে জোরেশোরে বইতে শুরু করে দমকা বাতাস। দুটি নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট উচ্চতা বৃদ্ধি পেয়েছে। ফলে বিকেলের দিকে জেলার তজুমদ্দিন উপজেলায় নির্মানাধীন একটি জলকপাট (স্লুইসগেট) ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে কয়েকটি গ্রাম তলিয়ে গেছে।
 
এছাড়াও জেলার বিচ্ছিন্ন বেশ কয়েকটি চর পানিতে ডুবে গেছে। ভেসে গেছে কৃষকের গরু-ছাগলসহ বেশকিছু গৃহপালিত পশু, পুকুর ও ঘেরের মাছ। এরমধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢালচর, চরকুকরি-মুকরি, চর পাতিলাসহ বেশ কয়েকটি চরাঞ্চলের মানুষ। কিছুকিছু এলাকার মানুষ আশ্রয় কেন্দ্রেও এসেছে।
 
ভোলা জেলা প্রশাসক (ডিসি) মো. আজাদ জাহান জানান, প্রবল এই ঝড়-বৃষ্টিতে জেলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ঢালচর এলাকায় কৃষকের ৫টি গরু এবং ৩টি ছাগলসহ বেশকিছু গৃহপালিত পশু মারা গেছে এবং স্রোতে ভেসে গেছে। বিকেলের দিকে তজুমদ্দিনে একটি জলকপাট ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে।
 
ডিসি আরও জানান, তাৎক্ষণিকভাবে আমরা নিশ্চিত হয়েছি এই প্রবল ঝড়-বৃষ্টিতে জেলায় প্রায় ৪০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বেশকিছু পুকুর ও মাছের ঘের ডুবে গেছে। প্রতিটি উপজেলারই কিছুকিছু এলাকা পানিতে প্লাবিত হয়েছে। তবে আমাদের প্রস্তুত রাখা ৮৬৯টি আশ্রয় কেন্দ্রে তেমন কোনো মানুষ আসেনি। শুধুমাত্র সদর উপজেলার চর চটকিমারা এলাকায় একটি স্কুলে বেশকিছু মানুষ এসেছে। এছাড়াও ঢালচর, চর মোজাম্মেল ও চর পাতিলার কিছুকিছু আশ্রয় কেন্দ্রে মানুষ এসেছে। তবে এ চরগুলো বিচ্ছিন্ন হওয়ায় এখনো সেখানে শুকনো খাবার পৌঁছানো সম্ভব হয়নি।
 
সার্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা সবসময় সব জায়গার খোঁজখবর নিচ্ছি। আমরা চাচ্ছি যেন কোনো প্রাণহানির ঘটনা না ঘটে। যেখানেই আমরা খারাপ অবস্থার কথা শুনছি, সেখানেই আমরা আমাদের টিম পাঠাচ্ছি। তবে তীব্র বাতাস এবং ভারিবর্ষণের কারণে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পানিবন্দি মানুষদেরকে শুকনো খাবার দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কুয়েটে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনা ঘটনায় পাঁচ শিক্ষার্থী বহিষ্কার, সতর্ক ৩২

কুয়েটে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনা ঘটনায় পাঁচ শিক্ষার্থী বহিষ্কার, সতর্ক ৩২