ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও চুরিসহ মোট ১০টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে ফেনী শহরের বিজয় সিংহ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৬ আগস্ট) দুপুরে র্যাব ফেনী ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম মামুন। তিনি ফেনী সদর উপজেলার চাড়িপুর গ্রামের মৃত পেয়ার আহম্মদের ছেলে।
র্যাব জানায়, মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় ফেনী শহরের বিজয় সিংহ এলাকা থেকে নজরুল ইসলাম মামুনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফেনী সদর ও চট্টগ্রাম মহানগরের বন্দর থানায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই এবং চুরিসহ মোট ১০টি মামলা রয়েছে।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফফর হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।