ইরান, রাশিয়া ও তুরস্কের পর এবার ইসরায়েলকে রাষ্ট্রীয় হুমকি হিসেবে তালিকাভুক্ত করেছে নেদারল্যান্ডস। দেশটির ২০২৫ সালের ‘রাষ্ট্রীয় হুমকির রিপোর্ট’-এ এ তথ্য উঠে এসেছে।
সোমবার (২৮ জুলাই) মিডল ইস্ট আইসহ আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম জানিয়েছে, নেদারল্যান্ডসের জাতীয় সন্ত্রাস দমন ও নিরাপত্তা সমন্বয়কারী সংস্থা (NCTV) এই প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করে রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগে ইসরায়েলের নাম এই হুমকি তালিকায় যুক্ত করা হয়েছে। সংস্থাটি মনে করে, এ ধরনের কার্যক্রম গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি হুমকি সৃষ্টি করে।
এছাড়া প্রতিবেদনে গুপ্তচরবৃত্তি, সামরিক হুমকি ও অর্থনৈতিক চাপে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কাও তুলে ধরা হয়েছে, যা নেদারল্যান্ডসের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠছে।
গণতন্ত্রে হস্তক্ষেপের অভিযোগে ইসরায়েলকে হুমকির তালিকায় যুক্ত করল নেদারল্যান্ডস
- আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৯:৩৮:৪৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৯:৩৮:৪৭ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ