গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য ইসরাইলি প্রস্তাবে নিজেদের প্রতিক্রিয়া জমা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। দোহায় চলমান আলোচনার সাথে সংশ্লিষ্ট দুটি ফিলিস্তিনি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ইসরাইলি কর্মকর্তারা এখন হামাসের প্রতিক্রিয়া খতিয়ে দেখছে।
টেলি পোস্টে ফিলিস্তিনি গোষ্ঠীটি বলেছে, ‘হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে তার এবং ফিলিস্তিনি দলগুলোর প্রতিক্রিয়া মধ্যস্থতাকারীদের কাছে জমা দিয়েছে।’
সূত্র জানিয়েছে, হামাসের প্রতিক্রিয়ায় গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের ধারাগুলোতে সংশোধনী, ইসরাইলি সেনাবাহিনী যে অঞ্চলগুলো থেকে প্রত্যাহার করবে তার মানচিত্র এবং সংঘাতের স্থায়ী অবসান নিশ্চিত করার নিশ্চয়তা অন্তর্ভুক্ত করা হয়েছে।