ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস

আইনশৃঙ্খলার উন্নতিতে চালু হচ্ছে—সেন্ট্রাল কমান্ড সেন্টারঃ প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি জানান, সব বাহিনীর সমন্বয়ে গঠিত ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’ আজ সন্ধ্যা ৬টা থেকে কাজ শুরু করবে। এই কমান্ড সেন্টারটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সমন্বয় করবে।

শফিকুল আলম বলেন, গত পাঁচ মাসে অর্থনীতি উল্লেখযোগ্য উন্নতি করেছে। এর মধ্যে অর্থনীতির ১০ শতাংশ উন্নতি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী জুলাই মাসে মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে। এছাড়া, মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি বছরে নয় লাখ টন খাদ্যশস্য আমদানি করা হবে বলে তিনি জানান।

বিদ্যুৎ খাত সম্পর্কে তিনি বলেন, বিদ্যুৎ খাতে বকেয়া পরিশোধে ভর্তুকির পরিমাণ ৪০ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৬২ হাজার কোটি টাকা করা হয়েছে। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম না বাড়িয়ে উৎপাদন খরচ কমানোর মাধ্যমে ভর্তুকি নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এর ফলে চলতি বছরে প্রায় ১১ হাজার ৪৪৪ কোটি টাকা অর্থাৎ প্রায় ১০ শতাংশ ব্যয় হ্রাস করা সম্ভব হবে।

গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কূপ খনন করে দৈনিক ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা নেয়া হয়েছে। ২০২৮ খ্রিষ্টাব্দের মধ্যে তা বৃদ্ধি করে ১,৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে বলেছেন। যারা ব্যাংক ডাকাতির সাথে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, এস আলম গ্রুপের সব সম্পত্তি ফ্রিজ করা হয়েছে। নগদের বিরুদ্ধেও কিছু ব্যবস্থা নেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

জনপ্রিয়

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী

আইনশৃঙ্খলার উন্নতিতে চালু হচ্ছে—সেন্ট্রাল কমান্ড সেন্টারঃ প্রেস সচিব

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি জানান, সব বাহিনীর সমন্বয়ে গঠিত ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’ আজ সন্ধ্যা ৬টা থেকে কাজ শুরু করবে। এই কমান্ড সেন্টারটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সমন্বয় করবে।

শফিকুল আলম বলেন, গত পাঁচ মাসে অর্থনীতি উল্লেখযোগ্য উন্নতি করেছে। এর মধ্যে অর্থনীতির ১০ শতাংশ উন্নতি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী জুলাই মাসে মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে। এছাড়া, মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি বছরে নয় লাখ টন খাদ্যশস্য আমদানি করা হবে বলে তিনি জানান।

বিদ্যুৎ খাত সম্পর্কে তিনি বলেন, বিদ্যুৎ খাতে বকেয়া পরিশোধে ভর্তুকির পরিমাণ ৪০ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৬২ হাজার কোটি টাকা করা হয়েছে। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম না বাড়িয়ে উৎপাদন খরচ কমানোর মাধ্যমে ভর্তুকি নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এর ফলে চলতি বছরে প্রায় ১১ হাজার ৪৪৪ কোটি টাকা অর্থাৎ প্রায় ১০ শতাংশ ব্যয় হ্রাস করা সম্ভব হবে।

গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কূপ খনন করে দৈনিক ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা নেয়া হয়েছে। ২০২৮ খ্রিষ্টাব্দের মধ্যে তা বৃদ্ধি করে ১,৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে বলেছেন। যারা ব্যাংক ডাকাতির সাথে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, এস আলম গ্রুপের সব সম্পত্তি ফ্রিজ করা হয়েছে। নগদের বিরুদ্ধেও কিছু ব্যবস্থা নেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।