ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস

হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক

রাজধানীর হাতিরঝিল এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক কর্মী আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শনিবার (১৯ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে ওই যুবককে মুখে ও কপালে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, আহত আরিফ সরদার (৩৫) মতিঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য।

 

বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল ইসলাম। তিনি বলেন, “রাতে খবর পাই মোড়ল গলিতে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক জানান। তার মুখের মধ্যে গুলি ঢুকে কপাল দিয়ে বের হয়ে গেছে।”

 

পরিবার সূত্রে জানা গেছে, আরিফের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলা বালিকান্দি গ্রামে ৷ তিনি ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকেন এবং একটি গ্রিল ওয়ার্কশপে কাজ করেন।

জনপ্রিয়

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী

হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক

প্রকাশিত: ৪ ঘন্টা আগে

রাজধানীর হাতিরঝিল এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক কর্মী আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শনিবার (১৯ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে ওই যুবককে মুখে ও কপালে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, আহত আরিফ সরদার (৩৫) মতিঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য।

 

বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল ইসলাম। তিনি বলেন, “রাতে খবর পাই মোড়ল গলিতে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক জানান। তার মুখের মধ্যে গুলি ঢুকে কপাল দিয়ে বের হয়ে গেছে।”

 

পরিবার সূত্রে জানা গেছে, আরিফের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলা বালিকান্দি গ্রামে ৷ তিনি ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকেন এবং একটি গ্রিল ওয়ার্কশপে কাজ করেন।