যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর ও ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ডের ওপর প্রায় ১০ হাজার পৃষ্ঠার গোপন নথি প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। প্রকাশিত নথিগুলোর মধ্যে রয়েছে হত্যাকারী সিরহান সিরহানের হাতে লেখা একাধিক নোট, যেখানে স্পষ্টভাবে হত্যার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়।
একটি নোটে সিরহান লিখেছিলেন, “রবার্ট এফ কেনেডিকে অবশ্যই নির্মূল করতে হবে।” আরেকটি নোটে বলা হয়, “তাঁকে হত্যা করতেই হবে,” যা পাওয়া যায় লস অ্যাঞ্জেলেসের ইন্টারনাল রেভনিউ সার্ভিসের দপ্তরে।
এই নথি প্রকাশের উদ্যোগের পেছনে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশ, যা তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর দেন। সেই আদেশে জন এফ কেনেডি, রবার্ট এফ কেনেডি এবং মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড-সম্পর্কিত সব নথি প্রকাশের পরিকল্পনা উপস্থাপন করতে ফেডারেল সরকারকে নির্দেশ দেওয়া হয়।
ট্রাম্পের এই আদেশের পর গত মাসে জন এফ কেনেডির হত্যাকাণ্ড নিয়ে প্রায় ৮০ হাজার নথি প্রকাশ করা হয়। এর এক মাস পরই রবার্ট এফ কেনেডির হত্যাকাণ্ড নিয়ে প্রকাশ পেল নতুন এ তথ্যভাণ্ডার।
১৯৬৮ সালের ৫ জুন ক্যালিফোর্নিয়ার প্রাইমারি নির্বাচনে বিজয়ের পর লস অ্যাঞ্জেলেসের অ্যাম্বাসেডর হোটেলে দেওয়া এক ভাষণের পরপরই রবার্ট এফ কেনেডিকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকারী সিরহান বর্তমানে কারাগারে রয়েছেন এবং তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়।