রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত জাহিদুল ইসলাম পারভেজ (নবাব পারভেজ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নে। বাবার নাম জসিম উদ্দিন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার জানান, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে সিঙ্গারা খাওয়ার সময় ঘটনাটি ঘটে। ওই সময় ইউনিভার্সিটি অব স্কলার্স-এর দুই ছাত্রী প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। ছাত্রীদের নিয়ে হাসাহাসির জেরে পারভেজকে জেরা করতে থাকেন তারা, একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। জাহিদের বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এখনো কাউকে আটক করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে। কুর্মিটোলা হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই মওদুদ জানান, প্রাথমিকভাবে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি উঠেছে, স্থানীয় কিশোর গ্যাংয়ের সঙ্গে বিকেল ৪টার দিকে নিহতের কথাকাটাকাটি হয় এবং পরে সেখান থেকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। তবে এ দাবির সত্যতা এখনও নিশ্চিত নয়।
প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ ফেসবুক পোস্টে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে এবং পারভেজের একটি ছবিও শেয়ার করা হয়েছে।