ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ

ঘুষ গ্রহণ, হয়রানি এবং মামলায় ফাঁসানোর একাধিক অভিযোগের প্রেক্ষিতে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মধ্যেই তাকে এই পদ থেকে সরানো হলো।

 

শুক্রবার (১৮ এপ্রিল) রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে তাকে রংপুরে বদলি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

 

স্থানীয়রা জানান, ওসি শহিদুর রহমান সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানি করতেন। রাজনৈতিক মামলায় সাধারণ মানুষকে ধরে মোটা অঙ্কের ঘুষ নিয়ে ছেড়ে দিতেন, বিশেষ করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সুবিধা দিতেন বলে অভিযোগ রয়েছে।

 

এছাড়া পারিবারিক বিরোধ মেটাতে এসে উল্টো পক্ষপাতমূলক আচরণ এবং ঘুষ নেওয়ার অভিযোগও এসেছে। এক ঘটনায় টাকা না পেয়ে থানায় আটক ১৬টি গরুর মধ্যে ৩টি গরু মারা যায় বলেও স্থানীয়রা জানান।

 

স্থানীয়দের মাঝে এই বদলির খবরে কিছু এলাকায় মিষ্টি বিতরণের খবরও পাওয়া গেছে। ওসি তদন্তকে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে, নতুন ওসি শিগগিরই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ

প্রকাশিত: এক ঘন্টা আগে

ঘুষ গ্রহণ, হয়রানি এবং মামলায় ফাঁসানোর একাধিক অভিযোগের প্রেক্ষিতে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মধ্যেই তাকে এই পদ থেকে সরানো হলো।

 

শুক্রবার (১৮ এপ্রিল) রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে তাকে রংপুরে বদলি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

 

স্থানীয়রা জানান, ওসি শহিদুর রহমান সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানি করতেন। রাজনৈতিক মামলায় সাধারণ মানুষকে ধরে মোটা অঙ্কের ঘুষ নিয়ে ছেড়ে দিতেন, বিশেষ করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সুবিধা দিতেন বলে অভিযোগ রয়েছে।

 

এছাড়া পারিবারিক বিরোধ মেটাতে এসে উল্টো পক্ষপাতমূলক আচরণ এবং ঘুষ নেওয়ার অভিযোগও এসেছে। এক ঘটনায় টাকা না পেয়ে থানায় আটক ১৬টি গরুর মধ্যে ৩টি গরু মারা যায় বলেও স্থানীয়রা জানান।

 

স্থানীয়দের মাঝে এই বদলির খবরে কিছু এলাকায় মিষ্টি বিতরণের খবরও পাওয়া গেছে। ওসি তদন্তকে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে, নতুন ওসি শিগগিরই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।