ঘুষ গ্রহণ, হয়রানি এবং মামলায় ফাঁসানোর একাধিক অভিযোগের প্রেক্ষিতে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মধ্যেই তাকে এই পদ থেকে সরানো হলো।
শুক্রবার (১৮ এপ্রিল) রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে তাকে রংপুরে বদলি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
স্থানীয়রা জানান, ওসি শহিদুর রহমান সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানি করতেন। রাজনৈতিক মামলায় সাধারণ মানুষকে ধরে মোটা অঙ্কের ঘুষ নিয়ে ছেড়ে দিতেন, বিশেষ করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সুবিধা দিতেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া পারিবারিক বিরোধ মেটাতে এসে উল্টো পক্ষপাতমূলক আচরণ এবং ঘুষ নেওয়ার অভিযোগও এসেছে। এক ঘটনায় টাকা না পেয়ে থানায় আটক ১৬টি গরুর মধ্যে ৩টি গরু মারা যায় বলেও স্থানীয়রা জানান।
স্থানীয়দের মাঝে এই বদলির খবরে কিছু এলাকায় মিষ্টি বিতরণের খবরও পাওয়া গেছে। ওসি তদন্তকে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে, নতুন ওসি শিগগিরই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।