গ্রীষ্মকালীন আকাশ এখন বেশ পরিষ্কার। সন্ধ্যার পর থেকে মধ্যরাত ও ভোর পর্যন্ত দেশের আকাশে দেখা যাবে একের পর এক দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা।
২০ এপ্রিল
মধ্যরাত থেকে ভোর পর্যন্ত স্পষ্ট দেখা যাবে শনি গ্রহ।
২১ এপ্রিল
সকালের পশ্চিম আকাশে সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করবে বুধ গ্রহ।
২২ এপ্রিল
সূর্যের বিপরীতে অবস্থান করবে হাউমা বামন গ্রহ। রাত ৮টা ৪৯ মিনিট থেকে শুরু হবে লিরিডি উল্কাবৃষ্টি। একই রাতে দেখা যাবে মেসিয়ার ১০১ (পিনহুইল গ্যালাক্সি)।
২৩ এপ্রিল
এদিন সর্বোচ্চ মাত্রায় দেখা যাবে পাই-পাপিড উল্কাবৃষ্টি।
২৪ এপ্রিল
আকাশে সর্বাধিক উজ্জ্বলতায় দেখা দেবে শুক্র গ্রহ। পাশাপাশি বিভক্ত অবস্থায় দেখা যাবে বুধ গ্রহ।
২৫ এপ্রিল
চাঁদ ও শুক্র গ্রহ কনজুগেশনে থাকবে, অর্থাৎ একসঙ্গে দেখা যাবে।
২৬ এপ্রিল
রাত ৩টা ২৬ মিনিটে দেখা যাবে চাঁদ ও বুধ গ্রহের সংযুক্ত অবস্থা।
২৭ এপ্রিল
রাত ৩টা ২০ মিনিট থেকে আকাশে স্পষ্টভাবে দেখা যাবে শুক্র গ্রহ।
২৮ এপ্রিল
সন্ধ্যার পর থেকে রাত ১২টা ৪১ মিনিট পর্যন্ত দেখা যাবে মঙ্গল গ্রহ।
২৯ এপ্রিল
শুক্র, শনি ও নেপচুন গ্রহ কাছাকাছি অবস্থানে থাকবে। ভোর ৩টা ২৪ মিনিটে এদের একসঙ্গে দেখা যাবে। একই রাতে চাঁদ ও এম৪৫ তারকামণ্ডল থাকবে পাশাপাশি।
৩০ এপ্রিল
সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে পশ্চিম আকাশে চাঁদ ও বৃহস্পতি গ্রহ থাকবে কাছাকাছি অবস্থানে এবং স্পষ্টভাবে দৃশ্যমান হবে।