ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব দিলো ইসরায়েল ৪৪তম থেকে ৪৭তম বিসিএস: পিএসসির নতুন সময়সূচি প্রকাশ শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু “জুলাই-আগস্টে ঢাকায় আওয়ামী লীগের মৃত্যু, দাফন দিল্লিতে” — সালাহউদ্দিন আহমেদ কালবৈশাখী ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম চালু তোফায়েল আহমেদের মৃত্যুর খবর গুজব, তিনি সুস্থ আছেন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ব্যাংককে ইউনূস-মোদি

বিমসটেক সম্মেলনে ইউনূস-মোদি বৈঠক নিয়ে বাংলাদেশ আশাবাদী: পররাষ্ট্র সচিব

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে বাংলাদেশ আশাবাদী বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

 

বুধবার (২ এপ্রিল) ব্যাংককে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় পররাষ্ট্র সচিব বলেন, “প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হওয়ার বিষয়ে আমরা এখনও আশাবাদী। এ নিয়ে আলোচনা চলছে।”

 

বঙ্গোপসাগরীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বিমসটেকের ৭টি সদস্য রাষ্ট্র—বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড—এর অংশগ্রহণে বুধবার ব্যাংককে সম্মেলন শুরু হয়। প্রথম দিনে সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব যোগ দেন। সভার শুরুতেই সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যান্য নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

 

বিমসটেকের এ সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে এসব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

জনপ্রিয়

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা

ব্যাংককে ইউনূস-মোদি

বিমসটেক সম্মেলনে ইউনূস-মোদি বৈঠক নিয়ে বাংলাদেশ আশাবাদী: পররাষ্ট্র সচিব

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে বাংলাদেশ আশাবাদী বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

 

বুধবার (২ এপ্রিল) ব্যাংককে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় পররাষ্ট্র সচিব বলেন, “প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হওয়ার বিষয়ে আমরা এখনও আশাবাদী। এ নিয়ে আলোচনা চলছে।”

 

বঙ্গোপসাগরীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বিমসটেকের ৭টি সদস্য রাষ্ট্র—বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড—এর অংশগ্রহণে বুধবার ব্যাংককে সম্মেলন শুরু হয়। প্রথম দিনে সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব যোগ দেন। সভার শুরুতেই সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যান্য নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

 

বিমসটেকের এ সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে এসব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে বলে জানা গেছে।