আবাসিক গ্যাস সংযোগ ও লোড বৃদ্ধি বিষয়ে প্রতারণা ঠেকাতে সতর্কবার্তা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। শনিবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ সতর্কতা জানানো হয়।
পোস্টে তিতাস জানায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক/বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ বা লোড বৃদ্ধি বর্তমানে বন্ধ রয়েছে। কিন্তু কিছু প্রতারক চক্র ভুয়া আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।
তিতাস গ্যাস সকলকে এই প্রতারকদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।