ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক

মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ১৬৫ বাংলাদেশিসহ মোট ৫০৬ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। ১৭ এপ্রিল রাতে কুয়ালালামপুরের জালান বারাত, জালান মেলাতি, জালান ইম্বি এবং এর আশেপাশের ছয়টি আবাসিক ব্লকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ইমিগ্রেশন বিভাগের তৎপরতায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

 

অভিযানটি অবৈধভাবে বসবাস, পাসের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় ধরে অবস্থান এবং অবৈধ অভিবাসীদের নিয়োগকারী ব্যবসা পরিচালনার অভিযোগে চালানো হয়। অভিযানে বিভিন্ন বাহিনীর প্রায় ১৮৫ জন সদস্য সহায়তা করেন। আটককৃতদের মধ্যে বাংলাদেশি, নেপালি এবং ইন্দোনেশিয়ান নাগরিকরা রয়েছে, যাদের বয়স ২৫ থেকে ৬৫ বছর।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুরু হওয়া এই অভিযানে প্রথমে ৮৯৫ প্রবাসীর কাগজপত্র যাচাই করা হয়, যার মধ্যে ৫০৬ জনকে আটক করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ৫২,৩১৮ প্রবাসির কাগজপত্র যাচাই করে ২২,৪৮৬ জনকে বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়। এছাড়া, অবৈধ বিদেশিদের কাজ দেয়ার অভিযোগে ৪৯১ জন নিয়োগকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আটককৃতদের বর্তমানে বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক

প্রকাশিত: ১৬ ঘন্টা আগে

মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ১৬৫ বাংলাদেশিসহ মোট ৫০৬ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। ১৭ এপ্রিল রাতে কুয়ালালামপুরের জালান বারাত, জালান মেলাতি, জালান ইম্বি এবং এর আশেপাশের ছয়টি আবাসিক ব্লকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ইমিগ্রেশন বিভাগের তৎপরতায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

 

অভিযানটি অবৈধভাবে বসবাস, পাসের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় ধরে অবস্থান এবং অবৈধ অভিবাসীদের নিয়োগকারী ব্যবসা পরিচালনার অভিযোগে চালানো হয়। অভিযানে বিভিন্ন বাহিনীর প্রায় ১৮৫ জন সদস্য সহায়তা করেন। আটককৃতদের মধ্যে বাংলাদেশি, নেপালি এবং ইন্দোনেশিয়ান নাগরিকরা রয়েছে, যাদের বয়স ২৫ থেকে ৬৫ বছর।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুরু হওয়া এই অভিযানে প্রথমে ৮৯৫ প্রবাসীর কাগজপত্র যাচাই করা হয়, যার মধ্যে ৫০৬ জনকে আটক করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ৫২,৩১৮ প্রবাসির কাগজপত্র যাচাই করে ২২,৪৮৬ জনকে বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়। এছাড়া, অবৈধ বিদেশিদের কাজ দেয়ার অভিযোগে ৪৯১ জন নিয়োগকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আটককৃতদের বর্তমানে বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।