ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের নামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণ করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) স্টেডিয়ামের পশ্চিম গ্যালারিতে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামের সাইনবোর্ড টানিয়ে আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয়।
স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস জানান, রোববার থেকে খেলা শুরু হওয়ায় একদিন আগে গ্যালারির নামকরণ করা হয়েছে। নিহত তুরাব দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান ছিলেন।
উল্লেখ্য, ১৯ জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে তিনি শহীদ হন।