ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার টেবিলে বসার সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

 

শনিবার (১৯ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর মানুষের মধ্যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। এখন সব রাজনৈতিক দলের উচিত সমঝোতার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেয়া।”

 

তিনি বলেন, “বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া। আমরা সেই বিষয়েই জোর দিয়েছি। এই জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা এবং আলোচনার সংস্কৃতি জরুরি।”

 

নাহিদ ইসলাম আরও বলেন, “রাষ্ট্রকাঠামোতে পরিবর্তন আনতে হলে মৌলিক সংস্কার প্রয়োজন। এটি শুধু এনসিপির দাবি নয়, এটি এখন জাতীয় দাবি। কোনো গোষ্ঠীর দলীয় স্বার্থ বা ক্ষমতার মোহে এই সংস্কার আটকে গেলেও, জনগণের দাবি কখনো মুছে যাবে না।”

 

তিনি বলেন, “শেখ হাসিনা সরকারের সময়েও জনগণের দাবি উপেক্ষিত হয়েছে। তিনি ভেবেছিলেন, রাষ্ট্র তাঁর কথায় চলবে। কিন্তু শেষ পর্যন্ত জনগণ রাস্তায় নেমে তাদের ক্ষমতা দেখিয়েছে।”

 

নাহিদ ইসলাম হুঁশিয়ার করে বলেন, “গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে যদি কোনো গোষ্ঠী সরে যায়, তা হলেও জনগণ আবার রাস্তায় নামবে না—এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না।”

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

প্রকাশিত: এক ঘন্টা আগে

রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার টেবিলে বসার সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

 

শনিবার (১৯ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর মানুষের মধ্যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। এখন সব রাজনৈতিক দলের উচিত সমঝোতার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেয়া।”

 

তিনি বলেন, “বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া। আমরা সেই বিষয়েই জোর দিয়েছি। এই জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা এবং আলোচনার সংস্কৃতি জরুরি।”

 

নাহিদ ইসলাম আরও বলেন, “রাষ্ট্রকাঠামোতে পরিবর্তন আনতে হলে মৌলিক সংস্কার প্রয়োজন। এটি শুধু এনসিপির দাবি নয়, এটি এখন জাতীয় দাবি। কোনো গোষ্ঠীর দলীয় স্বার্থ বা ক্ষমতার মোহে এই সংস্কার আটকে গেলেও, জনগণের দাবি কখনো মুছে যাবে না।”

 

তিনি বলেন, “শেখ হাসিনা সরকারের সময়েও জনগণের দাবি উপেক্ষিত হয়েছে। তিনি ভেবেছিলেন, রাষ্ট্র তাঁর কথায় চলবে। কিন্তু শেষ পর্যন্ত জনগণ রাস্তায় নেমে তাদের ক্ষমতা দেখিয়েছে।”

 

নাহিদ ইসলাম হুঁশিয়ার করে বলেন, “গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে যদি কোনো গোষ্ঠী সরে যায়, তা হলেও জনগণ আবার রাস্তায় নামবে না—এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না।”