চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ চরবড়ালী গ্রামে পুকুর খননের সময় পাওয়া গেছে একটি পুরনো থ্রি নট থ্রি রাইফেল। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে শচীন্দ্র চন্দ্র দেবনাথ ওরফে গুরু মাস্টারের বাড়ির পুকুর খননের সময় শ্রমিকরা লম্বা আকৃতির একটি লোহার বস্তু খুঁজে পান। পানি দিয়ে পরিষ্কার করলে দেখা যায় এটি একটি আগ্নেয়াস্ত্র।
স্থানীয়দের মধ্যে ঘটনাটি জানাজানি হলে উৎসুক জনতা ভিড় করতে থাকে। গুরু মাস্টার এরপর বিষয়টি থানা পুলিশকে জানান।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম জানান, উদ্ধার হওয়া রাইফেলের লোহার অংশ ঠিক থাকলেও কাঠের বাঁটের কোনো অস্তিত্ব নেই, যা থেকে ধারণা করা হচ্ছে এটি বহু পুরনো—সম্ভবত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার। রাইফেলের নল, ম্যাগজিন, ট্রিগার ও বোল্ট এখনও দৃশ্যমান রয়েছে।
পুরনো এই চাইনিজ থ্রি নট থ্রি রাইফেলটি বর্তমানে ফরিদগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।