জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগের মামলায় ছাত্রলীগের কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ শাখার সাবেক নেতা ডা. সুমিত সাহাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে শাহবাগ থানা পুলিশ। গতকাল শনিবার (১৯ এপ্রিল) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর এই খবর নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় বিএমইউর এর সামনে থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে ছাত্রজনতা। ডা. সুমিত সাহা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুমিল্লা জেলা দক্ষিণের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যয়নকালে ছাত্রলীগ-সমর্থিত মেডিসিন ক্লাবের সভাপতিও ছিলেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্রজনতার নেতৃত্বাধীন জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ৪ আগস্ট রাজধানীর শাহবাগে বিএমইউতে আক্রমণ চালায় আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। ওই দিন এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা ছাড়াও অগ্নিসংযোগ করা হয় একাধিক গাড়িতে। পরে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে চলতি বছরের ১৪ জানুয়ারি শাহবাগ থানায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনায় ছাত্রলীগের কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ শাখার সাবেক নেতা ডা. সুমিত সাহাকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ।