ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী

চট্টগ্রামে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রলবোমা ছুড়েছে মুখোশধারী একদল দুর্বৃত্ত। এ ঘটনায় দুই নারী দগ্ধ হয়েছেন। একজনের শ্বাসনালী পুড়ে গেছে।

 

রবিবার (২০ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে নগরের মুরাদপুর-অক্সিজেন সড়কের আতুরার ডিপোর তিন রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানিয়েছেন, দগ্ধ দুইজনকেই প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে লায়লা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

 

 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও দগ্ধ লায়লা বেগমের স্বামী মো. আব্বাস জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে গ্রামের বাড়ি রাউজান থেকে কক্সবাজারের কুতুবদিয়া যাচ্ছিলেন তারা। পথে আতুরার ডিপো এলাকায় পৌঁছালে তারা সড়কে আগুন দেখতে পান। অটোরিকশার চালক আগুন পাশ কাটিয়ে গাড়িটি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় মুখোশধারী তিন দুর্বৃত্ত গাড়িতে পেট্রলবোমা ছুড়ে মারেন।

 

সিএনজিচালিত অটোরিকশাটির চালক মো. জামি জানান, পেট্রলবোমা ছুড়ে মারার পর কিছু দূর গিয়ে তিনি গাড়ি থামান। এরপর আহত যাত্রীদের গায়ে পানি ঢালেন।

জনপ্রিয়

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী

প্রকাশিত: ৪ ঘন্টা আগে

চট্টগ্রামে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রলবোমা ছুড়েছে মুখোশধারী একদল দুর্বৃত্ত। এ ঘটনায় দুই নারী দগ্ধ হয়েছেন। একজনের শ্বাসনালী পুড়ে গেছে।

 

রবিবার (২০ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে নগরের মুরাদপুর-অক্সিজেন সড়কের আতুরার ডিপোর তিন রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানিয়েছেন, দগ্ধ দুইজনকেই প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে লায়লা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

 

 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও দগ্ধ লায়লা বেগমের স্বামী মো. আব্বাস জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে গ্রামের বাড়ি রাউজান থেকে কক্সবাজারের কুতুবদিয়া যাচ্ছিলেন তারা। পথে আতুরার ডিপো এলাকায় পৌঁছালে তারা সড়কে আগুন দেখতে পান। অটোরিকশার চালক আগুন পাশ কাটিয়ে গাড়িটি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় মুখোশধারী তিন দুর্বৃত্ত গাড়িতে পেট্রলবোমা ছুড়ে মারেন।

 

সিএনজিচালিত অটোরিকশাটির চালক মো. জামি জানান, পেট্রলবোমা ছুড়ে মারার পর কিছু দূর গিয়ে তিনি গাড়ি থামান। এরপর আহত যাত্রীদের গায়ে পানি ঢালেন।