নগরীর দেওয়ানহাট মোড়ে গত বছরের ৫ আগস্ট গুলিতে মো. ইউসূফ নামে এক যুবকের মৃত্যুর অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এতে আরো ২শ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গতকাল নগরীর ডবলমুরিং থানায় ওই যুবকের বাবা মো. ইউনুচ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বাদী মো. ইউনুচ হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই এলাকার বাসিন্দা। নওফেল ছাড়া মামলার অন্যান্য আসামিদের মধ্যে আছেন, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, এম এ লতিফ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাবেক কাউন্সিলর মোর্শেদ আক্তার চৌধুরী, ওয়াসিম উদ্দিন চৌধুরী, তৌফিক আহম্মেদ চৌধুরী, আরশাদুল আলম বাচ্চু, জাফর আলম চৌধুরী, আবদুস সবুর লিটন, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুম, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল টিপু প্রমুখ।
মামলার এজাহারে বলা হয়, ভিকটিম মো. ইউসূফ আইসফ্যাক্টরি সড়কে বরফের কারখানায় কাজ করতেন। গত বছরের ৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে তিনি দেওয়ানহাট এলাকায় বিভিন্ন দোকানে বরফ সরবরাহ করতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন। বাদী ও তার পরিবার ছেলের মৃত্যুশোকে থাকায় এবং বিভিন্ন পারিপার্শ্বিক কারণে’ মামলা করতে বিলম্ব হয়েছে বলেও এজাহারে বলা হয়। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম বলেন, গত বছরের ৫ আগস্ট বরফ কারখানার এক শ্রমিক দেওয়ানহাট মোড়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এমন অভিযোগে একটি মামলা হয়েছে। আমরা মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।