ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব দিলো ইসরায়েল ৪৪তম থেকে ৪৭তম বিসিএস: পিএসসির নতুন সময়সূচি প্রকাশ শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু “জুলাই-আগস্টে ঢাকায় আওয়ামী লীগের মৃত্যু, দাফন দিল্লিতে” — সালাহউদ্দিন আহমেদ কালবৈশাখী ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম চালু তোফায়েল আহমেদের মৃত্যুর খবর গুজব, তিনি সুস্থ আছেন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পাহাড়তলীতে পুলিশের অভিযানে অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তিন সদস্যের একটি অপহরণ চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহরণ কাজে ব্যবহৃত মোটরসাইকেল, ফোল্ডেবল বাটন, লোহার রড এবং ভিকটিমের কাছ থেকে জোরপূর্বক আদায়কৃত চারটি চেক উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল রাত আনুমানিক সাড়ে সাতটায় অলংকার মোড় এলাকা থেকে সংবাদদাতা মো. বেলাল মিয়াকে অপহরণ করে পদ্ম পুকুর বাই লেইনের সালামত সুফিয়া ম্যানশনের চতুর্থ তলায় অবস্থিত একটি বাসায় নিয়ে যায় চক্রটি।

সেখানে তাকে সারারাত আটকে রেখে নির্যাতন চালানো হয় এবং মুক্তিপণের জন্য মারধর ও হত্যার ভয়ভীতি দেখিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করা হয়। এক পর্যায়ে নগদ অর্থ ও চেক আদায় করে চক্রটি।

পরবর্তীতে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে ৭ এপ্রিল পাহাড়তলী থানায় একটি মামলা রুজু করা হয় । মামলার প্রেক্ষিতে থানার এসআই মো. জাহেদ উল্লাহ জামান ও এসআই আওলাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অলংকার মোড় ও পদ্ম পুকুর বাই লেইনের সালামত সুফিয়া ম্যানশনের চতুর্থ তলার ওই বাসা থেকে তিনজনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন মো. ইসমাইল হোসেন (৩৮), মো. বেলাল (৪৭) এবং নুর মোহাম্মদ ওরফে রাসেল (৩৩)। অভিযানকালে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় একটি মোটরসাইকেল, একটি ফোল্ডেবল বাটন, একটি লোহার রড় এবং ভুক্তভোগীর কাছ থেকে জোরপূর্বক আদায়কৃত চারটি চেক।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয়

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা

পাহাড়তলীতে পুলিশের অভিযানে অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তিন সদস্যের একটি অপহরণ চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহরণ কাজে ব্যবহৃত মোটরসাইকেল, ফোল্ডেবল বাটন, লোহার রড এবং ভিকটিমের কাছ থেকে জোরপূর্বক আদায়কৃত চারটি চেক উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল রাত আনুমানিক সাড়ে সাতটায় অলংকার মোড় এলাকা থেকে সংবাদদাতা মো. বেলাল মিয়াকে অপহরণ করে পদ্ম পুকুর বাই লেইনের সালামত সুফিয়া ম্যানশনের চতুর্থ তলায় অবস্থিত একটি বাসায় নিয়ে যায় চক্রটি।

সেখানে তাকে সারারাত আটকে রেখে নির্যাতন চালানো হয় এবং মুক্তিপণের জন্য মারধর ও হত্যার ভয়ভীতি দেখিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করা হয়। এক পর্যায়ে নগদ অর্থ ও চেক আদায় করে চক্রটি।

পরবর্তীতে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে ৭ এপ্রিল পাহাড়তলী থানায় একটি মামলা রুজু করা হয় । মামলার প্রেক্ষিতে থানার এসআই মো. জাহেদ উল্লাহ জামান ও এসআই আওলাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অলংকার মোড় ও পদ্ম পুকুর বাই লেইনের সালামত সুফিয়া ম্যানশনের চতুর্থ তলার ওই বাসা থেকে তিনজনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন মো. ইসমাইল হোসেন (৩৮), মো. বেলাল (৪৭) এবং নুর মোহাম্মদ ওরফে রাসেল (৩৩)। অভিযানকালে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় একটি মোটরসাইকেল, একটি ফোল্ডেবল বাটন, একটি লোহার রড় এবং ভুক্তভোগীর কাছ থেকে জোরপূর্বক আদায়কৃত চারটি চেক।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।