ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব দিলো ইসরায়েল ৪৪তম থেকে ৪৭তম বিসিএস: পিএসসির নতুন সময়সূচি প্রকাশ শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু “জুলাই-আগস্টে ঢাকায় আওয়ামী লীগের মৃত্যু, দাফন দিল্লিতে” — সালাহউদ্দিন আহমেদ কালবৈশাখী ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম চালু তোফায়েল আহমেদের মৃত্যুর খবর গুজব, তিনি সুস্থ আছেন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রুয়েট কর্মকর্তার প্রতারণা: চাকরির আশ্বাসে কোটি টাকার প্রতারণা, আদালতের রায়ে কারাগারে

চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাসে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মানিকুজ্জামান মানিককে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে রাজশাহী নগরের মালোপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সকালে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

 

ভুক্তভোগী তামান্না ইয়াসমিন দাবি করেছেন, ২০২২ সালে রুয়েটে চাকরি দেওয়ার আশ্বাসে মানিক ও তার বড় ভাই মুনরুজ্জামান মুন তাঁর কাছ থেকে মোট ৫ লাখ টাকা নেন, কিন্তু চাকরি বা টাকা—কিছুই ফেরত দেননি।

 

একই মামলায় আসামি মানিকের ভাই মুন, যিনি একজন হার্ডওয়্যার ব্যবসায়ী। তাকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

মানিক ও মুনের বিরুদ্ধে শুধু একটি নয়, বরং একাধিক ভুক্তভোগীর কাছ থেকে মোট প্রায় ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

এই অভিযোগের ভিত্তিতে মাহাবুবুর রহমান সঞ্জু, শাহি, নওবাহার খাতুন, আশরাফ উজ জামান ও মামুনুর রশিদ—সহ ভুক্তভোগীরা ১৬ মার্চ সংবাদ সম্মেলন করেন।

 

গ্রেফতারের পর আরও দুইজন অভিযোগ করেছেন।ভুক্তভোগী সালমা কবির জানান, তার কাছ থেকে ১০ লাখ ৩০ হাজার টাকা নেওয়া হয়।অপরদিকে, জেসমিন আরা জানান, তাঁর স্বামীর চাকরির আশ্বাসে ৩ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়।

 

বোয়ালিয়া থানার ওসি মোস্তাক হাসান জানিয়েছেন, “মানিককে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে এবং মামলার অন্য আসামিকে ধরতে অভিযান চলছে। নতুন যেসব অভিযোগ আসছে, সেগুলোর তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয়

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা

রুয়েট কর্মকর্তার প্রতারণা: চাকরির আশ্বাসে কোটি টাকার প্রতারণা, আদালতের রায়ে কারাগারে

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাসে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মানিকুজ্জামান মানিককে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে রাজশাহী নগরের মালোপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সকালে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

 

ভুক্তভোগী তামান্না ইয়াসমিন দাবি করেছেন, ২০২২ সালে রুয়েটে চাকরি দেওয়ার আশ্বাসে মানিক ও তার বড় ভাই মুনরুজ্জামান মুন তাঁর কাছ থেকে মোট ৫ লাখ টাকা নেন, কিন্তু চাকরি বা টাকা—কিছুই ফেরত দেননি।

 

একই মামলায় আসামি মানিকের ভাই মুন, যিনি একজন হার্ডওয়্যার ব্যবসায়ী। তাকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

মানিক ও মুনের বিরুদ্ধে শুধু একটি নয়, বরং একাধিক ভুক্তভোগীর কাছ থেকে মোট প্রায় ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

এই অভিযোগের ভিত্তিতে মাহাবুবুর রহমান সঞ্জু, শাহি, নওবাহার খাতুন, আশরাফ উজ জামান ও মামুনুর রশিদ—সহ ভুক্তভোগীরা ১৬ মার্চ সংবাদ সম্মেলন করেন।

 

গ্রেফতারের পর আরও দুইজন অভিযোগ করেছেন।ভুক্তভোগী সালমা কবির জানান, তার কাছ থেকে ১০ লাখ ৩০ হাজার টাকা নেওয়া হয়।অপরদিকে, জেসমিন আরা জানান, তাঁর স্বামীর চাকরির আশ্বাসে ৩ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়।

 

বোয়ালিয়া থানার ওসি মোস্তাক হাসান জানিয়েছেন, “মানিককে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে এবং মামলার অন্য আসামিকে ধরতে অভিযান চলছে। নতুন যেসব অভিযোগ আসছে, সেগুলোর তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”