মধ্য ইসরাইলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। দেশটির বিভিন্ন শহরে দ্রুত ছড়িয়ে পড়া আগুনের ফলে শত শত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কবলে পড়েছে গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ, বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল।
বুধবার রাতে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়, ইসরাইলের মোশাভ তারুম এলাকায় প্রথম আগুনের সূত্রপাত হয়। প্রচণ্ড গরম ও প্রবল বাতাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বেইত শেমেশসহ আশপাশের আরও কয়েকটি শহরে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জেরুজালেমের উপকণ্ঠের শহরগুলো থেকেও মানুষজনকে সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
দাবানলের ফলে জেরুজালেমে বাতাসের মান উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শহরজুড়ে ছড়িয়ে পড়েছে ধোঁয়া, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
এখন পর্যন্ত আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত নয়জন, যাদের মধ্যে সাতজন দমকলকর্মী ও দুজন বেসামরিক নাগরিক। ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটি জানিয়েছে, ছয়টি জেলার দমকল ইউনিট এবং ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যরা একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
বর্তমানে প্রায় ১১০টি অগ্নিনির্বাপক দল, ১১টি ফায়ার ফাইটিং বিমান এবং একটি হেলিকপ্টার আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। পাশাপাশি উদ্ধারকারী দল ও পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে, বিশেষ করে পাহাড়ি এলাকা ও রাস্তা ঘেঁষা গ্রামগুলোতে।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতোমধ্যে অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে বসেছেন। পুলিশ জনগণকে সতর্ক থাকতে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, রেহোভোটের কাছে মহাসড়কে ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশের মধ্যে হেঁটে চলেছে মানুষজন।
প্রসঙ্গত, দীর্ঘ ও শুষ্ক গ্রীষ্মকাল ইসরাইলে প্রায় প্রতি বছরই দাবানলের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে, এবং এর আগেও দেশটি বহুবার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে।