গোলাবারুদসহ বিপুল পরিমাণ হালকা ও ভারী অস্ত্র সফলভাবে উদ্ধার করেছেন ইমারতে ইসলামিয়ার ২০১ তম খালিদ বিন ওয়ালিদ সামরিক শাখার সদস্যগণ। তালিবান প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ২২ এপ্রিল এক বিবৃতিতে এ তথ্য জানায়।
গোয়েন্দা বিভাগের সংগৃহীত তথ্যের ভিত্তিতে দেশের পূর্বাঞ্চলের একাধিক এলাকায় বেশ কয়েকটি ক্লিয়ারেন্স অভিযান পরিচালনা করে তালিবান সেনাবাহিনী। অভিযানে সেনাবাহিনীর সদস্যগণ মোট ৩৩টি হালকা ও ভারী অস্ত্রশস্ত্র এবং আনুষঙ্গিক গোলাবারুদ উদ্ধার করেছেন।
জব্দকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে পিকে মেশিনগান, কালাশনিকভ রাইফেল, এম১৬ ও এম৪ রাইফেল, পিস্তল, গ্রেনেড ও রকেট। এছাড়া ২টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী, ৭টি হ্যান্ড গ্রেনেড এবং ৬৪০ রাউন্ড বিভিন্ন প্রকার গোলাবারুদ জব্দ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র, যানবাহন বা সরঞ্জাম কারও কাছে না রাখতে কঠোর নির্দেশনা প্রদান করেছে তালিবান প্রতিরক্ষা মন্ত্রণালয়। এগুলো স্বেচ্ছায় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে নাগরিকদের প্রতি জোরালোভাবে আহ্বান জানানো হয়।
এই নির্দেশ অমান্য করলে পূর্ব সতর্কতা ছাড়াই নিরাপত্তা অভিযান পরিচালনা করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এমতাবস্থায় জড়িত অপরাধীদের নতুন করে অভিযোগ দায়ের করার সুযোগ দেয়া হবে না বলেও স্পষ্টভাবে সতর্ক করা হয়।