বাংলাদেশে প্রথমবারের মতো অত্যাধুনিক নেক্সট-জেনারেশন সিকোয়েন্সিং (এনজিএস) প্রযুক্তি ব্যবহার করে ক্যানসার নির্ণয় সেবা চালু করতে যাচ্ছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি)। আগামীকাল (২৪ এপ্রিল) থেকে এই সেবা আইসিডিডিআরবির ডায়াগনস্টিক সেন্টারে চালু হবে।
দেশে নির্ভরযোগ্য ও সহজলভ্য ক্যানসার নির্ণয়ের জন্য এটি একটি বড় অগ্রগতি। এতদিন রোগীদের নমুনা বিদেশে পাঠাতে হতো, রিপোর্ট আসতে সময় লাগতো চার থেকে পাঁচ সপ্তাহ এবং খরচও ছিল বেশি। নতুন এই সেবার মাধ্যমে সেই সময় ও ব্যয় সাশ্রয় হবে এবং রিপোর্টও হবে অধিক নির্ভরযোগ্য।
আইসিডিডিআরবির জিনোম সেন্টার আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে অত্যাধুনিক এনজিএস মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি দিয়ে দুই সপ্তাহের মধ্যেই মানসম্পন্ন রিপোর্ট প্রদান করবে। এতে ব্যক্তিভিত্তিক চিকিৎসা পরিকল্পনায় সাহায্য করার জন্য সম্ভাব্য কার্যকর চিকিৎসা পদ্ধতির সুপারিশও থাকবে।
আইসিডিডিআরবির সংক্রামক রোগ বিভাগের সিনিয়র বিজ্ঞানী ড. মো. মুস্তাফিজুর রহমান বলেন, “আমরা নির্ভুল ও সহজলভ্য ক্যানসার নির্ণয়ের লক্ষ্যে একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছি। বিশ্বমানের প্রশিক্ষণ ও অবকাঠামো দিয়ে আন্তর্জাতিক মান বজায় রেখে নির্ভরযোগ্য ফলাফল দিতে পারব বলে আমরা আশাবাদী।”
নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ বলেন, “বিদেশে নমুনা পাঠিয়ে সপ্তাহের পর সপ্তাহ রিপোর্টের জন্য উদ্বিগ্ন হয়ে থাকার দিন শেষ হতে চলেছে। আমরা ক্যানসার চিকিৎসায় রোগী ও চিকিৎসকদের জন্য নির্ভরযোগ্যতার প্রতিশ্রুতি দিচ্ছি। দেশের ক্যানসার বিশেষজ্ঞদের এই সেবার সর্বোত্তম ব্যবহারের আহ্বান জানাচ্ছি।”