কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে চলমান আন্দোলন কর্মসূচি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৮টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সদস্য জুবায়ের পাটোয়ারি।
শিক্ষার্থীরা জানান, ছয় দফা দাবির বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যারা তিন সপ্তাহ সময় চেয়েছেন। মন্ত্রণালয় ও গঠিত কমিটির ওপর আস্থা রেখে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পুনরায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
তারা আরও জানান, সচিবালয় থেকে ঘোষিত কমিটির কার্যক্রম ও পরবর্তী পদক্ষেপ পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীরা ক্লাস কার্যক্রম শুরু করার আগে ঘটনাবলি পর্যালোচনা করবেন এবং ক্রাফটম্যানদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে তারা আদালতের স্থগিতাদেশ পুরোপুরি বাতিলের দাবি জানান।