বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিওএ সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সভা শুরু হওয়ার আগে গত বছরের ৭ ডিসেম্বর থেকে চলতি বছরের ২২ এপ্রিল পর্যন্ত পরলোকগত ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ এবং ক্রীড়া পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্স প্রকল্পটি বাস্তবায়নে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন বিওএ সভাপতি। প্রাথমিকভাবে চলতি বছরের জুন মাসে ইনডোর স্টেডিয়ামের নির্মাণকাজ শুরুর পরিকল্পনা রয়েছে।
এছাড়াও সভায় তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস, ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস, ১৪তম সাউথ এশিয়ান গেমসে অংশগ্রহণ এবং ১০ম বাংলাদেশ গেমস আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বিওএ’র ৭ ডিসেম্বর ২০২৪ সালের পূর্ববর্তী কার্যনির্বাহী সভার কার্যবিবরণী অনুমোদন, সিদ্ধান্ত বাস্তবায়ন এবং অগ্রগতি প্রতিবেদনও উপস্থাপন করা হয়।