ঢাকা , বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
দুবাইয়ে সম্পদ গড়া ৪৫৯ বাংলাদেশির বিরুদ্ধে তদন্তে দুদক কৃষিপণ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ-ভুটান বাংলাদেশে স্পেসএক্স স্যাটেলাইট পরিষেবা চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে শাবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ-চায়না টি সামিট-২০২৫’ দাবি উত্থাপনে সরকার সংবেদনশীলভাবে কাজ করছে: শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বরিশাল সিটি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে জাপা প্রার্থীর মামলা দেশেই এনজিএস-ভিত্তিক ক্যানসার নির্ণয় শুরু করছে আইসিডিডিআরবি কর্ণফুলীতে বিএনপি নেতার বালু মহালে ভাঙচুর, আহত ৮ চট্টগ্রামে সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০ ভরি স্বর্ণ সব ধর্মের নিরাপত্তা নিশ্চিত রাষ্ট্রব্যবস্থা গড়াই জামায়াতের লক্ষ্য: শফিকুর রহমান

বরিশাল সিটি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে জাপা প্রার্থীর মামলা

২০২৩ সালের বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানিয়ে আদালতে মামলা করেছেন জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বরিশালের সিনিয়র সহকারী জজ ও বিসিসি নির্বাচনী ট্রাইব্যুনালে তিনি মামলাটি দায়ের করেন। মামলাটি আদেশের জন্য পরবর্তী তারিখে রেখেছেন বিচারক হাসিবুল হাসান।

 

বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, মামলায় অভিযোগ করা হয়েছে যে, ২০২৩ সালের বিসিসি নির্বাচন সুষ্ঠু হয়নি। নির্বাচন বাতিল করে ইকবাল হোসেন তাপসকে বিজয়ী ঘোষণা করার দাবি জানানো হয়েছে।

 

মামলায় উল্লেখ করা হয়, ২০১৮ সালের নির্বাচনে তাপসের ‘নিশ্চিত জয় ছিনিয়ে নেয়া হয়েছিল’। তাই ২০২৩ সালের নির্বাচনেও অনিয়ম হবে—এমন আশঙ্কায় তিনি আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছিলেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, তখনকার গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও এনএসআই-এর সদস্যরা নৌকা প্রতীকের প্রার্থী খোকন সেরনিয়াবাতের পক্ষে কাজ করেন।

 

মামলায় আরও বলা হয়, ইভিএম ব্যবহারের মাধ্যমে ফলাফল পরিবর্তন, বহিরাগতদের দিয়ে কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, এমনকি মাত্র ২০-২৫ শতাংশ ভোটার উপস্থিত থাকার পরও ফলাফলে অতিরিক্ত ভোট দেখানোর মতো নানা অনিয়ম হয়েছে।

 

তাপসের দাবি, ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারলে তিনিই বিজয়ী হতেন। তাই তিনি নির্বাচনের ফলাফল বাতিল করে তাকে মেয়র ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন আদালতের কাছে।

জনপ্রিয়

দুবাইয়ে সম্পদ গড়া ৪৫৯ বাংলাদেশির বিরুদ্ধে তদন্তে দুদক

বরিশাল সিটি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে জাপা প্রার্থীর মামলা

প্রকাশিত: ৪ ঘন্টা আগে

২০২৩ সালের বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানিয়ে আদালতে মামলা করেছেন জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বরিশালের সিনিয়র সহকারী জজ ও বিসিসি নির্বাচনী ট্রাইব্যুনালে তিনি মামলাটি দায়ের করেন। মামলাটি আদেশের জন্য পরবর্তী তারিখে রেখেছেন বিচারক হাসিবুল হাসান।

 

বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, মামলায় অভিযোগ করা হয়েছে যে, ২০২৩ সালের বিসিসি নির্বাচন সুষ্ঠু হয়নি। নির্বাচন বাতিল করে ইকবাল হোসেন তাপসকে বিজয়ী ঘোষণা করার দাবি জানানো হয়েছে।

 

মামলায় উল্লেখ করা হয়, ২০১৮ সালের নির্বাচনে তাপসের ‘নিশ্চিত জয় ছিনিয়ে নেয়া হয়েছিল’। তাই ২০২৩ সালের নির্বাচনেও অনিয়ম হবে—এমন আশঙ্কায় তিনি আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছিলেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, তখনকার গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও এনএসআই-এর সদস্যরা নৌকা প্রতীকের প্রার্থী খোকন সেরনিয়াবাতের পক্ষে কাজ করেন।

 

মামলায় আরও বলা হয়, ইভিএম ব্যবহারের মাধ্যমে ফলাফল পরিবর্তন, বহিরাগতদের দিয়ে কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, এমনকি মাত্র ২০-২৫ শতাংশ ভোটার উপস্থিত থাকার পরও ফলাফলে অতিরিক্ত ভোট দেখানোর মতো নানা অনিয়ম হয়েছে।

 

তাপসের দাবি, ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারলে তিনিই বিজয়ী হতেন। তাই তিনি নির্বাচনের ফলাফল বাতিল করে তাকে মেয়র ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন আদালতের কাছে।