ঢাকা , বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
দুবাইয়ে সম্পদ গড়া ৪৫৯ বাংলাদেশির বিরুদ্ধে তদন্তে দুদক কৃষিপণ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ-ভুটান বাংলাদেশে স্পেসএক্স স্যাটেলাইট পরিষেবা চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে শাবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ-চায়না টি সামিট-২০২৫’ দাবি উত্থাপনে সরকার সংবেদনশীলভাবে কাজ করছে: শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বরিশাল সিটি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে জাপা প্রার্থীর মামলা দেশেই এনজিএস-ভিত্তিক ক্যানসার নির্ণয় শুরু করছে আইসিডিডিআরবি কর্ণফুলীতে বিএনপি নেতার বালু মহালে ভাঙচুর, আহত ৮ চট্টগ্রামে সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০ ভরি স্বর্ণ সব ধর্মের নিরাপত্তা নিশ্চিত রাষ্ট্রব্যবস্থা গড়াই জামায়াতের লক্ষ্য: শফিকুর রহমান

কৃষিপণ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ-ভুটান

ফল, সবজি ও মসলাসহ বিভিন্ন কৃষিপণ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা দেখছেন বাংলাদেশ ও ভুটানের ব্যবসায়ীরা। এই খাতে অংশীদারিত্ব এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

 

বুধবার (২৩ এপ্রিল) মতিঝিলে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) কার্যালয়ে ভুটানের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত সভায় দুই দেশের মধ্যে অনাবিষ্কৃত বাণিজ্য খাত নিয়ে আলোচনা হয়।

 

ভুটান প্রতিনিধি দলে নেতৃত্ব দেন রেজিওনাল এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কো-অপারেটিভ অফিসের (RAMCO) রিজিওনাল ডিরেক্টর মি. দাওয়া ডাকপা। সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল এনডিসি এবং ঢাকায় ভুটান দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর (বাণিজ্য) মি. দাওয়া শেরিং।

 

সভায় আমদানি-রফতানি প্রক্রিয়া সহজীকরণ, সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন এবং বন্দর সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন দুই দেশের ব্যবসায়ী নেতারা।

 

এসময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সাবেক পরিচালক হাজী মো. এনায়েতউল্লাহ, ফেরদৌসী বেগম, বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ.এম. আমিরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ পরিষদের সদস্য মো. জাকির হোসেন, শেখ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনপ্রিয়

দুবাইয়ে সম্পদ গড়া ৪৫৯ বাংলাদেশির বিরুদ্ধে তদন্তে দুদক

কৃষিপণ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ-ভুটান

প্রকাশিত: ৫ ঘন্টা আগে

ফল, সবজি ও মসলাসহ বিভিন্ন কৃষিপণ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা দেখছেন বাংলাদেশ ও ভুটানের ব্যবসায়ীরা। এই খাতে অংশীদারিত্ব এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

 

বুধবার (২৩ এপ্রিল) মতিঝিলে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) কার্যালয়ে ভুটানের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত সভায় দুই দেশের মধ্যে অনাবিষ্কৃত বাণিজ্য খাত নিয়ে আলোচনা হয়।

 

ভুটান প্রতিনিধি দলে নেতৃত্ব দেন রেজিওনাল এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কো-অপারেটিভ অফিসের (RAMCO) রিজিওনাল ডিরেক্টর মি. দাওয়া ডাকপা। সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল এনডিসি এবং ঢাকায় ভুটান দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর (বাণিজ্য) মি. দাওয়া শেরিং।

 

সভায় আমদানি-রফতানি প্রক্রিয়া সহজীকরণ, সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন এবং বন্দর সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন দুই দেশের ব্যবসায়ী নেতারা।

 

এসময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সাবেক পরিচালক হাজী মো. এনায়েতউল্লাহ, ফেরদৌসী বেগম, বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ.এম. আমিরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ পরিষদের সদস্য মো. জাকির হোসেন, শেখ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।