ফল, সবজি ও মসলাসহ বিভিন্ন কৃষিপণ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা দেখছেন বাংলাদেশ ও ভুটানের ব্যবসায়ীরা। এই খাতে অংশীদারিত্ব এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
বুধবার (২৩ এপ্রিল) মতিঝিলে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) কার্যালয়ে ভুটানের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত সভায় দুই দেশের মধ্যে অনাবিষ্কৃত বাণিজ্য খাত নিয়ে আলোচনা হয়।
ভুটান প্রতিনিধি দলে নেতৃত্ব দেন রেজিওনাল এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কো-অপারেটিভ অফিসের (RAMCO) রিজিওনাল ডিরেক্টর মি. দাওয়া ডাকপা। সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল এনডিসি এবং ঢাকায় ভুটান দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর (বাণিজ্য) মি. দাওয়া শেরিং।
সভায় আমদানি-রফতানি প্রক্রিয়া সহজীকরণ, সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন এবং বন্দর সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন দুই দেশের ব্যবসায়ী নেতারা।
এসময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সাবেক পরিচালক হাজী মো. এনায়েতউল্লাহ, ফেরদৌসী বেগম, বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ.এম. আমিরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ পরিষদের সদস্য মো. জাকির হোসেন, শেখ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।