বাংলাদেশের অর্থনীতিতে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে ক্ষুদ্র উদ্যোগের বিকাশ অন্যতম প্রধান চালিকাশক্তি হতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ইউএনডিপির সাবেক পরিচালক ড. সেলিম জাহান।
বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবনে ‘স্মল ভেনচারস, বিগ ফিউচার: মাইক্রোএন্টারপ্রাইজ এ্যাজ ইঞ্জিন অব ইনক্লুসিভ গ্রোথ ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, “মানুষকে স্বপ্ন দেখাতে হবে, স্বপ্নকে ছাড়িয়ে যাওয়ার সাহস জোগাতে হবে এবং স্বপ্নপূরণে সহায়তা দিতে হবে—তবেই অর্থনৈতিক উন্নয়ন গতিশীল হবে।”
তিনি আরও বলেন, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ এক বিষয় নয়। ক্ষুদ্র উদ্যোগের উন্নয়নের জন্য মানুষের চিন্তা-চেতনার বিকাশ ঘটাতে হবে, সুযোগের বৈষম্য দূর করতে হবে এবং সমাজের প্রান্তিক জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান জানান, দক্ষতা উন্নয়নমূলক নানা প্রকল্প বাস্তবায়ন করছে পিকেএসএফ। বিশ্বব্যাংক ও ইফাদ-অর্থায়িত আন্তর্জাতিক পর্যায়ের সাফল্য বাংলাদেশের জন্য গর্বের বিষয়।
পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের জানান, দেশের প্রায় ৪০ লাখ ক্ষুদ্র উদ্যোগে অর্থায়ন করছে পিকেএসএফ। ভ্যালু চেইন উন্নয়ন, মূল্য সংযোজন এবং প্রযুক্তি সহায়তার মাধ্যমে এসব উদ্যোগে উৎপাদনশীলতা বাড়ানোর কাজ চলছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইএনএম-এর নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে. মুজেরী, বিআইডিএসের গবেষণা পরিচালক ড. কাজী ইকবাল এবং এমআরএ’র নির্বাহী পরিচালক মোহাম্মদ ইয়াকুব হোসেন।