ঢাকা , বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
দুবাইয়ে সম্পদ গড়া ৪৫৯ বাংলাদেশির বিরুদ্ধে তদন্তে দুদক কৃষিপণ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ-ভুটান বাংলাদেশে স্পেসএক্স স্যাটেলাইট পরিষেবা চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে শাবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ-চায়না টি সামিট-২০২৫’ দাবি উত্থাপনে সরকার সংবেদনশীলভাবে কাজ করছে: শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বরিশাল সিটি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে জাপা প্রার্থীর মামলা দেশেই এনজিএস-ভিত্তিক ক্যানসার নির্ণয় শুরু করছে আইসিডিডিআরবি কর্ণফুলীতে বিএনপি নেতার বালু মহালে ভাঙচুর, আহত ৮ চট্টগ্রামে সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০ ভরি স্বর্ণ সব ধর্মের নিরাপত্তা নিশ্চিত রাষ্ট্রব্যবস্থা গড়াই জামায়াতের লক্ষ্য: শফিকুর রহমান

সব ধর্মের নিরাপত্তা নিশ্চিত রাষ্ট্রব্যবস্থা গড়াই জামায়াতের লক্ষ্য: শফিকুর রহমান

মসজিদ-মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন না হয়—এমন রাষ্ট্রব্যবস্থা গড়াই বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৩ এপ্রিল) ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত ভিন্নধর্মাবলম্বীদের প্রীতি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, “এই দেশে যদি মসজিদ-মাদ্রাসায় পাহারা না দিতে হয়, তাহলে মন্দিরেও পাহারা দেওয়ার দরকার পড়বে না। আমরা এমন সংস্কৃতি চাই না, চাই এটি বদলাতে। এমন একটি রাষ্ট্র গড়তে চাই যেখানে কাউকেই ধর্মীয় উপাসনালয় পাহারা দিতে হবে না।”

 

ডা. শফিক ভিন্নধর্মাবলম্বীদের জামায়াতের ব্যানারে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, ভিন্নধর্মাবলম্বীদের ন্যায্য দাবিগুলো রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে রাখলেও বাস্তবায়ন করেনি।

 

সমাজের নৈতিক অবস্থার উন্নয়নে সবাইকে সত্য বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আজ যদি সাহস করে সত্যকে সত্য, কালোকে কালো, সাদাকে সাদা বলা যায়, তাহলে সমাজের খারাপ সংস্কৃতি দূর হবে।”

 

তিনি আরও বলেন, “আমরা গালি খাওয়ার রাজনীতি করতে চাই না। রাজনীতিবিদরা কেবল নিজেদের নিয়ে ব্যস্ত থাকেন, চারপাশের বাস্তবতা দেখেন না। আমরা চাই সম্মানজনক, সৎ রাজনীতি।”

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, সাংবাদিক সন্তোষ শর্মা এবং হিন্দু মহাজোটের নেতা গোবিন্দ চন্দ্র প্রমুখ।

জনপ্রিয়

দুবাইয়ে সম্পদ গড়া ৪৫৯ বাংলাদেশির বিরুদ্ধে তদন্তে দুদক

সব ধর্মের নিরাপত্তা নিশ্চিত রাষ্ট্রব্যবস্থা গড়াই জামায়াতের লক্ষ্য: শফিকুর রহমান

প্রকাশিত: ৪ ঘন্টা আগে

মসজিদ-মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন না হয়—এমন রাষ্ট্রব্যবস্থা গড়াই বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৩ এপ্রিল) ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত ভিন্নধর্মাবলম্বীদের প্রীতি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, “এই দেশে যদি মসজিদ-মাদ্রাসায় পাহারা না দিতে হয়, তাহলে মন্দিরেও পাহারা দেওয়ার দরকার পড়বে না। আমরা এমন সংস্কৃতি চাই না, চাই এটি বদলাতে। এমন একটি রাষ্ট্র গড়তে চাই যেখানে কাউকেই ধর্মীয় উপাসনালয় পাহারা দিতে হবে না।”

 

ডা. শফিক ভিন্নধর্মাবলম্বীদের জামায়াতের ব্যানারে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, ভিন্নধর্মাবলম্বীদের ন্যায্য দাবিগুলো রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে রাখলেও বাস্তবায়ন করেনি।

 

সমাজের নৈতিক অবস্থার উন্নয়নে সবাইকে সত্য বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আজ যদি সাহস করে সত্যকে সত্য, কালোকে কালো, সাদাকে সাদা বলা যায়, তাহলে সমাজের খারাপ সংস্কৃতি দূর হবে।”

 

তিনি আরও বলেন, “আমরা গালি খাওয়ার রাজনীতি করতে চাই না। রাজনীতিবিদরা কেবল নিজেদের নিয়ে ব্যস্ত থাকেন, চারপাশের বাস্তবতা দেখেন না। আমরা চাই সম্মানজনক, সৎ রাজনীতি।”

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, সাংবাদিক সন্তোষ শর্মা এবং হিন্দু মহাজোটের নেতা গোবিন্দ চন্দ্র প্রমুখ।