মসজিদ-মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন না হয়—এমন রাষ্ট্রব্যবস্থা গড়াই বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৩ এপ্রিল) ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত ভিন্নধর্মাবলম্বীদের প্রীতি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “এই দেশে যদি মসজিদ-মাদ্রাসায় পাহারা না দিতে হয়, তাহলে মন্দিরেও পাহারা দেওয়ার দরকার পড়বে না। আমরা এমন সংস্কৃতি চাই না, চাই এটি বদলাতে। এমন একটি রাষ্ট্র গড়তে চাই যেখানে কাউকেই ধর্মীয় উপাসনালয় পাহারা দিতে হবে না।”
ডা. শফিক ভিন্নধর্মাবলম্বীদের জামায়াতের ব্যানারে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, ভিন্নধর্মাবলম্বীদের ন্যায্য দাবিগুলো রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে রাখলেও বাস্তবায়ন করেনি।
সমাজের নৈতিক অবস্থার উন্নয়নে সবাইকে সত্য বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আজ যদি সাহস করে সত্যকে সত্য, কালোকে কালো, সাদাকে সাদা বলা যায়, তাহলে সমাজের খারাপ সংস্কৃতি দূর হবে।”
তিনি আরও বলেন, “আমরা গালি খাওয়ার রাজনীতি করতে চাই না। রাজনীতিবিদরা কেবল নিজেদের নিয়ে ব্যস্ত থাকেন, চারপাশের বাস্তবতা দেখেন না। আমরা চাই সম্মানজনক, সৎ রাজনীতি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, সাংবাদিক সন্তোষ শর্মা এবং হিন্দু মহাজোটের নেতা গোবিন্দ চন্দ্র প্রমুখ।