সম্প্রতি কাবুলে অনুষ্ঠিত আফগান-কাজাখ যৌথ শিল্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী সৈয়দ নূরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ জানিয়েছেন, ইমারতে ইসলামিয়া প্রশাসন আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তান ও কাজাখস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গত ২২ এপ্রিল আফগান গণমাধ্যম হুররিয়াত রেডিও এক প্রতিবেদন এই তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, মন্ত্রী আজিজি বলেছেন, ইমারতে ইসলামিয়া কাজাখস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। এবং দুই দেশের পারস্পরিক বাণিজ্যকে তিন বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অন্যদিকে, শিল্প প্রদর্শনীর উদ্বোধনী মঞ্চে কাজাখস্তানের উপ-প্রধানমন্ত্রী বলেন, তার দেশ একটি উন্নত ও স্বাধীন আফগানিস্তানকে সমর্থন করে এবং কাবুল ও আস্তানার মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা রাখে।
তিনি আরও জানান, কাজাখস্তান রেলওয়ে, পরিবহন, সরবরাহ, কৃষি, প্রযুক্তি, খনি, স্বাস্থ্য এবং অন্যান্য ক্ষেত্রে আফগানিস্তানের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।