সন্ত্রাসবিরোধী আইন ও চাঁদাবাজির মামলায় মাদারীপুরের কালকিনিতে মোহাম্মদ সিদ্দিক সরদার (৪৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য।
রোববার (১০ নভেম্বর) রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে কালকিনি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে সিদ্দিক সরদার পলাতক ছিলেন। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতনগর এলাকার মাঝের কান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “সিদ্দিক সরদারকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজির একটি পূর্বের মামলাও রয়েছে।”
স্টাফ রিপোর্টার