আচরণ বিধি সংশোধনে নাগরিকদের মতামত চায় নির্বাচন কমিশন
- আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ১২:০৩:০৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ১২:০৩:০৫ পূর্বাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে এই বিধিমালা চূড়ান্ত অনুমোদনের আগে আগামী ১০ জুলাইয়ে মধ্যে নাগরিকদের মতামত কামনা করেছে সংস্থাটি।
রোববার (২৯ জুন) ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব দেওয়ান মো. সারওয়ার জাহান এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছেন।
এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর সংশ্লিষ্ট অনুচ্ছেদ, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সংশোধন সাপেক্ষে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। বিধিমালাটি চূড়ান্তকরণের লক্ষ্যে নাগরিকগণের সুচিন্তিত মতামত কামনা করা হলো।
নির্বাচন কমিশনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার একটি খসড়া নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েব সাইট www.ecs.gov.bd এ প্রকাশ করা হলো। এ বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত আগামী ১০ জুলাইয়ের মধ্যে ইসি সচিবের কাছে পাঠাতে হবে। এক্ষেত্রে [email protected] মেইলে মতামত পাঠাতে হবে।
প্রস্তাবিত বিধিমালায় প্রার্থীদের এক মঞ্চে প্রচার, অনলাইনে প্রচার, পোস্টার বাতিল করে বিলবোর্ডে প্রচারসহ এক গুচ্ছ সংশোধনী আনতে চায় ইসি।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ