ক্যালিফোর্নিয়ায় একটি মেডিকেল হেলিকপ্টার মহাসড়কে বিধ্বস্ত হয়েছে, যার ফলে তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় ৬ অক্টোবর রাতের এ দুর্ঘটনা স্যাক্রামেন্টোর ৫৯তম স্ট্রিটের কাছে মার্কিন হাইওয়ে ৫০-এ সংঘটিত হয়।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের মুখপাত্র মাইকেল হার্পার জানিয়েছেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে একজন পাইলট, একজন নার্স এবং একজন প্যারামেডিক রয়েছেন। তাঁদের মধ্যে দু’জন নারী ও একজন পুরুষ। স্যাক্রামেন্টোর ফায়ার ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া জানিয়েছেন, হেলিকপ্টারে আগুন না লেগে থাকায় এটি একটি সৌভাগ্যের বিষয়, আর কোনো হতাহত হয়নি।
উল্লেখ্য, হামার রিচ এয়ার মেডিকেল সার্ভিসেস তাদের ইন্সটাগ্রাম পেজে একটি অফিসিয়াল স্টেটমেন্টে এই হেলিকপ্টারের বিধ্বস্ত হওয়ার ঘটনা নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে আহত তিনজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে মহাসড়কে মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত, গুরুতর আহত তিনজন
- আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১০:২১:০৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১০:২১:০৪ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ