রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘মব’ তৈরি করে ইরানের দুই নাগরিকসহ তিনজনকে মারধরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ মার্চ) দুপুরে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় বিদেশি মুদ্রা বদলে বাংলাদেশি টাকা নিতে একটি প্রতিষ্ঠানে এসেছিলেন ইরানের দুই নাগরিক। ওই সময় সেখানে থাকা ব্যক্তিদের সঙ্গে তাদের মুদ্রা বিনিময় নিয়ে তর্ক হয়। এর জেরে ইরানের দুই নাগরিককে ছিনতাইকারী আখ্যা দিয়ে ‘মব’ (লোক জড়ো) সৃষ্টি করা হয়। এ ঘটনায় আজকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে মামলা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ দুই বিদেশি নাগরিককে উদ্ধার করে। আহত ইরানের দুই নাগরিক হলেন মোহাম্মদ আহমদ (৭৪) ও তার নাতি মো. মেহেদী (১৮)। তারা বাংলাদেশে ঘুরতে এসেছেন।
পুলিশ জানায়, আহত অন্যজনের খোঁজ পাওয়া যায়নি। ওই বাংলাদেশি দুই বিদেশি নাগরিককে তার গাড়িতে করে নিয়ে এসেছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যান। ৯৯৯–এ কল পেয়ে পুলিশ দুই ইরানিকে উদ্ধার করে।