ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

রপ্তানি বিনিয়োগ-শিল্প খাতের সংকট নিরসনে টাস্কফোর্সের সুপারিশ

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর ভঙ্গুর অর্থনীতি নিয়ে ক্ষমতাগ্রহণ করে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অর্থনৈতিক সংকট কাটাতে সংস্কার কমিশন গঠন এবং টাস্কফোর্স গঠনের মাধ্যমে বিভিন্ন সুপারিশ নেয় উপদেষ্টা পরিষদ। রপ্তানি, বিনিয়োগ ও শিল্প খাতের বিদ্যমান সংকট নিরসনে বিভিন্ন সুপারিশ করেছে টাস্কফোর্স।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন খাতের সুপারিশগুলো তুলে ধরা হয়। সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম জানান, রপ্তানি বিনিয়োগ ও শিল্প খাতের যেসব সুপারিশ তুলে ধরা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো- শিল্পের ন্যায্য মজুরি কাঠামো নিশ্চিতকরণ, ব্যবসা সহজ করতে প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার, সম্ভাবনাময় রপ্তানি পণ্যের জন্য বিশেষ সহায়তা প্রদান, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে আইনি কাঠামোর প্রয়োজনীয় সংস্কার, প্রযুক্তি নির্ভর পণ্যের রপ্তানি বাড়াতে গবেষণা কার্যক্রম জোরদার, বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, দেশের শিল্প পার্কগুলোর মধ্যে উচ্চগতি ট্রেন চালু, এসএমইগুলোর জন্য প্রাতিষ্ঠানিক সহায়তা কাঠামো আরও শক্তিশালীকরণ, সম্ভাবনাময় শিল্প ও ব্যবসার জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ বৃদ্ধি, এসএমএসসহ সব শিল্প ও ব্যবসায় নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার প্রচেষ্টা জোরদার, স্টার্ট আপের বিকাশে প্রয়োজনীয় সহায়তা দেওয়া ও শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

রপ্তানি বিনিয়োগ-শিল্প খাতের সংকট নিরসনে টাস্কফোর্সের সুপারিশ

প্রকাশিত: ০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর ভঙ্গুর অর্থনীতি নিয়ে ক্ষমতাগ্রহণ করে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অর্থনৈতিক সংকট কাটাতে সংস্কার কমিশন গঠন এবং টাস্কফোর্স গঠনের মাধ্যমে বিভিন্ন সুপারিশ নেয় উপদেষ্টা পরিষদ। রপ্তানি, বিনিয়োগ ও শিল্প খাতের বিদ্যমান সংকট নিরসনে বিভিন্ন সুপারিশ করেছে টাস্কফোর্স।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন খাতের সুপারিশগুলো তুলে ধরা হয়। সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম জানান, রপ্তানি বিনিয়োগ ও শিল্প খাতের যেসব সুপারিশ তুলে ধরা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো- শিল্পের ন্যায্য মজুরি কাঠামো নিশ্চিতকরণ, ব্যবসা সহজ করতে প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার, সম্ভাবনাময় রপ্তানি পণ্যের জন্য বিশেষ সহায়তা প্রদান, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে আইনি কাঠামোর প্রয়োজনীয় সংস্কার, প্রযুক্তি নির্ভর পণ্যের রপ্তানি বাড়াতে গবেষণা কার্যক্রম জোরদার, বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, দেশের শিল্প পার্কগুলোর মধ্যে উচ্চগতি ট্রেন চালু, এসএমইগুলোর জন্য প্রাতিষ্ঠানিক সহায়তা কাঠামো আরও শক্তিশালীকরণ, সম্ভাবনাময় শিল্প ও ব্যবসার জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ বৃদ্ধি, এসএমএসসহ সব শিল্প ও ব্যবসায় নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার প্রচেষ্টা জোরদার, স্টার্ট আপের বিকাশে প্রয়োজনীয় সহায়তা দেওয়া ও শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া।