ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান সিরাজ আর নেই ৫ মে’র ঘটনার ভিডিওচিত্র প্রদর্শন করল হেফাজতে ইসলাম গাইবান্ধা নওগাঁয় বজ্রপাতে দুইজনের মৃত্যু খালেদা জিয়ার আগমন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা দাওরায়ে হাদিস সনদধারীদের চাকরি ও উচ্চশিক্ষা নিশ্চিতকরণে ধর্ম উপদেষ্টার সঙ্গে কওমি প্রতিনিধিদের বৈঠক বৈধ পথে বাংলাদেশি শ্রমিক নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা স্বাস্থ্য খাতের তাৎক্ষণিক সংস্কারে উদ্যোগের নির্দেশ প্রধান উপদেষ্টার মাতৃভূমি রক্ষায় বিমান বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ: হাসান মাহমুদ খাঁন হজযাত্রীদের সকাল ৬টার মধ্যে হজক্যাম্পে পৌঁছানোর নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নতুন দুটি সেক্টর তৈরি করতে চায় বিএসএফ

সাবেক এমপি সুজনকে শ্যোন অ্যারেস্ট

চাঁদাবাজি, মারধর ও বিস্ফোরক দ্রব্য আইনে করা দুই মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মাজহারুল ইসলাম সুজনকে শ্যোন অ্যারেস্ট (পুনরায় গ্রেফতার) দেখিয়েছে পুলিশ।

সোমবার তাকে দিনাজপুর কারাগার থেকে এনে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক রহিমা খাতুন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের জিআরও এএসআই আব্দুল কুদ্দুস জানান, বালিয়াডাঙ্গী থানায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা বাদী হয়ে গত ২২ ফেব্রুয়ারি একটি মামলা করেন। মামলায় সাবেক এমপি সুজনকে চতুর্থ আসামি এবং তার বাবা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। এ মামলায় আসামির সংখ্যা ৬৪ জন।

অন্যদিকে, সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট মওদুদ আহমেদ বাদী হয়ে করা আরেক মামলায় সুজনকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় তার বাবাও রয়েছেন, তিন নম্বর আসামি হিসেবে। এ মামলায় আসামি ৩২ জন।

সোমবার দুপুরে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সুজনকে আদালতে আনা হয়। শুনানিতে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা অংশ নেন। যুক্তিতর্ক শেষে বিচারক দুই মামলাতেই জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুজনের আইনজীবী অ্যাডভোকেট ফজলে রাব্বী বকুল অভিযোগ করেন, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। আমরা জামিনের আবেদন করেছিলাম। কিন্তু আদালত তা গ্রহণ করেননি।

জনপ্রিয়

আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান সিরাজ আর নেই

সাবেক এমপি সুজনকে শ্যোন অ্যারেস্ট

প্রকাশিত: ৮ ঘন্টা আগে

চাঁদাবাজি, মারধর ও বিস্ফোরক দ্রব্য আইনে করা দুই মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মাজহারুল ইসলাম সুজনকে শ্যোন অ্যারেস্ট (পুনরায় গ্রেফতার) দেখিয়েছে পুলিশ।

সোমবার তাকে দিনাজপুর কারাগার থেকে এনে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক রহিমা খাতুন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের জিআরও এএসআই আব্দুল কুদ্দুস জানান, বালিয়াডাঙ্গী থানায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা বাদী হয়ে গত ২২ ফেব্রুয়ারি একটি মামলা করেন। মামলায় সাবেক এমপি সুজনকে চতুর্থ আসামি এবং তার বাবা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। এ মামলায় আসামির সংখ্যা ৬৪ জন।

অন্যদিকে, সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট মওদুদ আহমেদ বাদী হয়ে করা আরেক মামলায় সুজনকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় তার বাবাও রয়েছেন, তিন নম্বর আসামি হিসেবে। এ মামলায় আসামি ৩২ জন।

সোমবার দুপুরে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সুজনকে আদালতে আনা হয়। শুনানিতে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা অংশ নেন। যুক্তিতর্ক শেষে বিচারক দুই মামলাতেই জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুজনের আইনজীবী অ্যাডভোকেট ফজলে রাব্বী বকুল অভিযোগ করেন, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। আমরা জামিনের আবেদন করেছিলাম। কিন্তু আদালত তা গ্রহণ করেননি।