ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
পটিয়ায় চাঞ্চল্যকর শিউলি হত্যার মূল হোতা মা-ছেলে গ্রেফতার সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার কর্ণফুলীতে বকেয়া বেতনের দাবিতে কারখানা শ্রমিকদের সড়ক অবরোধ চকরিয়ায় হাতির আক্রমণে বৃদ্ধ নিহত কিস্তির টাকা নিয়ে ঝগড়া, বাঁশখালীতে স্ত্রীকে খুন করে পালালো স্বামী কাশ্মীর উত্তেজনার মধ্যে ভারতের প্রতিরক্ষা ওয়েবসাইটে পাকিস্তানি হ্যাকারদের সাইবার হামলার অভিযোগ সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ও পরিবারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা বিএইসি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা সাবেক এমপি সুজনকে শ্যোন অ্যারেস্ট আছিয়া ধর্ষণ ও হত্যা অভিযুক্ত হিটু বললেন, ‘হামিদা আর আকাশকে ধরেন সত্য বেরিয়ে আসবে’

সাবেক এমপি সুজনকে শ্যোন অ্যারেস্ট

চাঁদাবাজি, মারধর ও বিস্ফোরক দ্রব্য আইনে করা দুই মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মাজহারুল ইসলাম সুজনকে শ্যোন অ্যারেস্ট (পুনরায় গ্রেফতার) দেখিয়েছে পুলিশ।

সোমবার তাকে দিনাজপুর কারাগার থেকে এনে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক রহিমা খাতুন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের জিআরও এএসআই আব্দুল কুদ্দুস জানান, বালিয়াডাঙ্গী থানায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা বাদী হয়ে গত ২২ ফেব্রুয়ারি একটি মামলা করেন। মামলায় সাবেক এমপি সুজনকে চতুর্থ আসামি এবং তার বাবা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। এ মামলায় আসামির সংখ্যা ৬৪ জন।

অন্যদিকে, সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট মওদুদ আহমেদ বাদী হয়ে করা আরেক মামলায় সুজনকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় তার বাবাও রয়েছেন, তিন নম্বর আসামি হিসেবে। এ মামলায় আসামি ৩২ জন।

সোমবার দুপুরে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সুজনকে আদালতে আনা হয়। শুনানিতে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা অংশ নেন। যুক্তিতর্ক শেষে বিচারক দুই মামলাতেই জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুজনের আইনজীবী অ্যাডভোকেট ফজলে রাব্বী বকুল অভিযোগ করেন, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। আমরা জামিনের আবেদন করেছিলাম। কিন্তু আদালত তা গ্রহণ করেননি।

জনপ্রিয়

পটিয়ায় চাঞ্চল্যকর শিউলি হত্যার মূল হোতা মা-ছেলে গ্রেফতার

সাবেক এমপি সুজনকে শ্যোন অ্যারেস্ট

প্রকাশিত: ৪ ঘন্টা আগে

চাঁদাবাজি, মারধর ও বিস্ফোরক দ্রব্য আইনে করা দুই মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মাজহারুল ইসলাম সুজনকে শ্যোন অ্যারেস্ট (পুনরায় গ্রেফতার) দেখিয়েছে পুলিশ।

সোমবার তাকে দিনাজপুর কারাগার থেকে এনে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক রহিমা খাতুন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের জিআরও এএসআই আব্দুল কুদ্দুস জানান, বালিয়াডাঙ্গী থানায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা বাদী হয়ে গত ২২ ফেব্রুয়ারি একটি মামলা করেন। মামলায় সাবেক এমপি সুজনকে চতুর্থ আসামি এবং তার বাবা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। এ মামলায় আসামির সংখ্যা ৬৪ জন।

অন্যদিকে, সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট মওদুদ আহমেদ বাদী হয়ে করা আরেক মামলায় সুজনকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় তার বাবাও রয়েছেন, তিন নম্বর আসামি হিসেবে। এ মামলায় আসামি ৩২ জন।

সোমবার দুপুরে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সুজনকে আদালতে আনা হয়। শুনানিতে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা অংশ নেন। যুক্তিতর্ক শেষে বিচারক দুই মামলাতেই জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুজনের আইনজীবী অ্যাডভোকেট ফজলে রাব্বী বকুল অভিযোগ করেন, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। আমরা জামিনের আবেদন করেছিলাম। কিন্তু আদালত তা গ্রহণ করেননি।