কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির অভয়ারণ্য এলাকায় পাহাড় সাবাড়সহ জীববৈচিত্র্য ধ্বংস করে গড়ে তোলা বসতবাড়ির সামনে বন্যহাতির আক্রমণে নিহত হয়েছেন সত্তরোর্ধ জাফর আলম প্রকাশ মাইক জাফর নামক এক বৃদ্ধ।
আজ সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উচিতার বিলস্থ বাড়ির উঠানে চলে আসে দলছুট একটি বন্যহাতি। এ সময় সামনে পড়ে গেলে ওই বৃদ্ধকে শুঁড়ে তুলে আঁছড়িয়ে হত্যা করে বন্য হাতিটি।
এ সময় পরিবারের অন্য সদস্যরা প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। বন্যহাতির আক্রমণে নিহত বৃদ্ধ জাফর আলম প্রকাশ মাইক জাফর ওই এলাকার মৃত কালু চৌকিদারের পুত্র।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের পদচ্যুত চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান-উচিতারবিল জায়গাটি বন্যহাতির অভয়ারণ্য এলাকা ছিল। সেখানে অনেক বসতি স্থাপন করা হয়েছে। সোমবার ভোরে দলছুট একটি বন্য হাতির সামনে পড়ে গেলে বৃদ্ধ জাফর আলমকে শুঁড়ে তুলে আঁছড়িয়ে হত্যা করে।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন বলেন, ‘বন্যহাতির আক্রমণে নিহত ব্যক্তির ব্যাপারে তথ্য নেওয়া হচ্ছে। আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়মানুযায়ী ক্ষতিপূরণ যাতে পায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’