বাংলাদেশ থেকে বৈধপথে শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি সরকার। তবে বৈধ অভিবাসন নিশ্চিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তাগিদ দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৫ মে) সচিবালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতালিতে বাংলাদেশের অনেক নাগরিক কাজ করছেন এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বৈধ পথে ভিসা নিয়ে কর্মী পাঠানোর ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি আরও জানান, ইতালি বাংলাদেশের শ্রমিকদের পরিশ্রমী হিসেবে বিবেচনা করে এবং লিগ্যাল চ্যানেলে আরও কর্মী নিতে আগ্রহী।
বাংলাদেশ সরকার ইতালিতে অবস্থানরত অবৈধ শ্রমিকদের বৈধতার বিষয়েও অনুরোধ জানিয়েছে বলে জানান উপদেষ্টা। এছাড়া, পুলিশ, কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়েও ইতালির সম্মতি পাওয়া গেছে।