সরকারি-বেসরকারি কর্মক্ষেত্রে ‘দাওরায়ে হাদিস’ সনদধারীদের চাকরি ও দেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছে কওমি শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়ার একটি প্রতিনিধি দল।
সোমবার (৫ মে) দুপুর ২টায় আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল ধর্ম উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে দাওরায়ে হাদিস সনদের কার্যকারিতা বিষয়ে জরুরি আলোচনা করে।
সাবকমিটি প্রাথমিকভাবে দাওরায়ে হাদিস সনদধারীদের যেসব ক্ষেত্রে চাকরির সুযোগ দেওয়ার প্রস্তাব দেয় তা হলো:
ধর্মীয় ও নৈতিক শিক্ষক হিসেবে
ইসলামিক ফাউন্ডেশন ও গবেষণা প্রতিষ্ঠানে
সরকারি মসজিদ, ইমাম ও খতিব পদে
বিভিন্ন বাহিনীতে ধর্মীয় শিক্ষক হিসেবে
জেলখানার ধর্মীয় শিক্ষক হিসেবে
মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজি) পদে
সাবকমিটি আরও সুপারিশ করে, দাওরায়ে হাদিস উত্তীর্ণদের ‘ইসলামিক স্টাডিজ ও আরবি’ বিষয়ে এমফিল, পিএইচডি এবং অন্যান্য বিষয়ে মাস্টার্সে ভর্তির সুযোগ নিশ্চিত করা উচিত।
ধর্ম উপদেষ্টা এসব প্রস্তাবনাকে স্বাগত জানান এবং পরবর্তী পর্যায়ে শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়।