বিমানবন্দর রোডে ভিভিআইপি মুভমেন্টের কারণে সম্ভাব্য যানজট এড়াতে মঙ্গলবার (৬ মে) সৌদি আরবগামী হজযাত্রীদের সকাল ৬টার মধ্যে হজক্যাম্পে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
সোমবার রাতে হজ অফিস পরিচালক ও যুগ্ম সচিব মো. লোকমান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রোডে ভিভিআইপি চলাচলের কারণে যানজট সৃষ্টি হতে পারে। তাই যেসব হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে সৌদি আরব যাবেন, তাদের অনুরোধ করা হচ্ছে সকাল ৬টার মধ্যে হজক্যাম্পে উপস্থিত থাকতে যেন তারা যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে পারেন।
হজ ফ্লাইট সমূহ: