ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান সিরাজ আর নেই ৫ মে’র ঘটনার ভিডিওচিত্র প্রদর্শন করল হেফাজতে ইসলাম গাইবান্ধা নওগাঁয় বজ্রপাতে দুইজনের মৃত্যু খালেদা জিয়ার আগমন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা দাওরায়ে হাদিস সনদধারীদের চাকরি ও উচ্চশিক্ষা নিশ্চিতকরণে ধর্ম উপদেষ্টার সঙ্গে কওমি প্রতিনিধিদের বৈঠক বৈধ পথে বাংলাদেশি শ্রমিক নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা স্বাস্থ্য খাতের তাৎক্ষণিক সংস্কারে উদ্যোগের নির্দেশ প্রধান উপদেষ্টার মাতৃভূমি রক্ষায় বিমান বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ: হাসান মাহমুদ খাঁন হজযাত্রীদের সকাল ৬টার মধ্যে হজক্যাম্পে পৌঁছানোর নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নতুন দুটি সেক্টর তৈরি করতে চায় বিএসএফ

আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান সিরাজ আর নেই

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ হাবিবুর রহমান সিরাজ (ইন্না লিল্লাহি… রাজিউন) সোমবার (৫ মে) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

 

তিনি ছিলেন বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর চেয়ারম্যান, আওয়ামী লীগের সাবেক শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সিনিয়র সহ-সভাপতি।

 

মাদারীপুরের শিবচরের মাদবরচরের খাড়াকান্দি গ্রামের সন্তান হাবিবুর রহমান সিরাজ ছিলেন সৎ, ত্যাগী ও নির্লোভ রাজনীতিবিদ। পরিবারকে উপেক্ষা করে তিনি রাজনীতি ও মানবকল্যাণে উৎসর্গ করেছিলেন জীবন।

 

তিনি ছয় দশকের বেশি সময় সক্রিয় ছিলেন রাজনীতিতে। অংশ নিয়েছেন ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে।

 

১৯৬৯ সালে তিনি জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরে দপ্তর সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক হয়ে ১৯৮৬ সালে সাধারণ সম্পাদক হন। ২০০২ থেকে ২০২২ সাল পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হন।

 

দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা দায়িত্ব পালন করলেও রাজনীতি থেকে হতাশাই পেয়েছেন বেশি—তবুও দেশের মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অটুট।

জনপ্রিয়

আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান সিরাজ আর নেই

আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান সিরাজ আর নেই

প্রকাশিত: ৩ ঘন্টা আগে

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ হাবিবুর রহমান সিরাজ (ইন্না লিল্লাহি… রাজিউন) সোমবার (৫ মে) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

 

তিনি ছিলেন বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর চেয়ারম্যান, আওয়ামী লীগের সাবেক শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সিনিয়র সহ-সভাপতি।

 

মাদারীপুরের শিবচরের মাদবরচরের খাড়াকান্দি গ্রামের সন্তান হাবিবুর রহমান সিরাজ ছিলেন সৎ, ত্যাগী ও নির্লোভ রাজনীতিবিদ। পরিবারকে উপেক্ষা করে তিনি রাজনীতি ও মানবকল্যাণে উৎসর্গ করেছিলেন জীবন।

 

তিনি ছয় দশকের বেশি সময় সক্রিয় ছিলেন রাজনীতিতে। অংশ নিয়েছেন ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে।

 

১৯৬৯ সালে তিনি জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরে দপ্তর সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক হয়ে ১৯৮৬ সালে সাধারণ সম্পাদক হন। ২০০২ থেকে ২০২২ সাল পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হন।

 

দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা দায়িত্ব পালন করলেও রাজনীতি থেকে হতাশাই পেয়েছেন বেশি—তবুও দেশের মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অটুট।