গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৪ মে) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “জানি না হাসনাত আব্দুল্লাহ কাদের চোখেরবালি কিংবা পথের কাঁটা। তবে এটা কোনো রাজনৈতিক আচরণ নয়, নিঃসন্দেহে এটা সন্ত্রাসী কার্যক্রম।”
তিনি আরও বলেন, “হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা কাপুরুষোচিত। প্রতিবাদী কণ্ঠকে কখনও হামলা করে থামানো যায় না।”
এর আগে, একই দিন সন্ধ্যায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুক পোস্টে জানান, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ১০-১২ জন সন্ত্রাসী হাসনাতের গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং হাসনাতের হাত রক্তাক্ত হয়।
তিনি ফেসবুকে লোকেশন শেয়ার করে নেতাকর্মীদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আহ্বান জানান।
উল্লেখ্য, গত বছর ২৭ ও ২৮ নভেম্বর রাজধানীর গুলিস্তান ও মাতুয়াইলে হাসনাত আব্দুল্লাহর গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল বলেও জানা যায়।