২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মীদের ওপর ঘটনার ভিডিওচিত্র প্রদর্শন করেছে হেফাজতে ইসলাম গাইবান্ধা জেলা শাখা। এক যুগ পূর্তিতে সোমবার (৫ মে) রাতে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
ভিডিওচিত্রে ওই রাতের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘বর্বরতা’, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে হামলা ও গুলি চালিয়ে ‘গণহত্যার’ দৃশ্য তুলে ধরা হয় বলে আয়োজকেরা জানান।
প্রদর্শনীতে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম গাইবান্ধা জেলা শাখার আমির মাওলানা আব্দুল বাসাত, যুগ্ম মহাসচিব মুফতি মানসুর রহমান, সহকারী অর্থ সম্পাদক মাওলানা মামুনুর রশীদসহ হেফাজতের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ মানুষ।
পরে নেতারা ৫ মে’র ঘটনার বিচার দাবি করেন এবং নিহত ও আহতদের জন্য দোয়া করেন।