স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের পক্ষ থেকে প্রতিবেদন জমা দেওয়ার পর তিনি এই নির্দেশনা দেন।
ড. ইউনূস বলেন, স্বাস্থ্য খাতের পুরোনো সমস্যাগুলোর সমাধানে এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি চিকিৎসকদের নিজ নিজ পোস্টিংয়ে উপস্থিতি নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন এবং চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তার কথা বলেন।
কমিশনের সদস্যরা জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে প্রতিবেদন হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেনসহ অন্যান্য বিশিষ্ট সদস্য ও প্রতিনিধি।