নওগাঁর মহাদেবপুর ও পত্নীতলা উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) দুপুর ২টার দিকে পত্নীতলার হারপুর বোরাম এলাকায় আত্রাই নদীর ধারে এবং মহাদেবপুর উপজেলার কুড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাহমির (১৫), পত্নীতলার হারপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং হারুন, মহাদেবপুর উপজেলার কুড়াইল গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃষ্টির সময় নাহমির নদীর ধারে ভ্রাম্যমাণ হাঁসের খামারে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খামারের মালিক বাবু আহত অবস্থায় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পত্নীতলা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য মোখলেসুর রহমান জানান, নাহমির হাঁসের খামারে কাজ করার সময় বজ্রপাতে মারা যায়।
অন্যদিকে মহাদেবপুরের কুড়াইল গ্রামে বজ্রপাতে হারুন নামে এক যুবক মারা যান।